মিষ্টি কুমড়োর ধোকার ডালনা (Misti kumror dhokar dalna recipe in Bengali)

Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

#রোজকারসব্জী
#কুমড়ো
#week3
এ সপ্তাহের রোজকার সব্জি কুমড়ো দিয়ে আমি বানিয়ে নিয়ে এলাম ধোকার ডালনা। বন্ধুরা তোমরাও এটা বানিয়ে দেখতে পারো আশাকরি খুব ভালো লাগবে ।নিরামিষ দিনে মিষ্টি কুমড়ো ও ছোলার ডালের এই ধোকার ডালনা গরম ভাতে জাস্ট জমে যাবে ।

মিষ্টি কুমড়োর ধোকার ডালনা (Misti kumror dhokar dalna recipe in Bengali)

#রোজকারসব্জী
#কুমড়ো
#week3
এ সপ্তাহের রোজকার সব্জি কুমড়ো দিয়ে আমি বানিয়ে নিয়ে এলাম ধোকার ডালনা। বন্ধুরা তোমরাও এটা বানিয়ে দেখতে পারো আশাকরি খুব ভালো লাগবে ।নিরামিষ দিনে মিষ্টি কুমড়ো ও ছোলার ডালের এই ধোকার ডালনা গরম ভাতে জাস্ট জমে যাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জন
  1. 1 কাপ সেদ্ধ কুমড়ো
  2. 2 কাপছোলার ডাল
  3. 1 টিগোটা টমেটো কুচি
  4. 1 টিটমেটোর পেস্ট
  5. 2 টেবিল চামচআদা বাটা
  6. 2 টেবিল চামচজিরে গুঁড়ো
  7. 2 টেবিল চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচকসুরি মেথি
  9. 1 চা চামচগোটা সাদা জিরে
  10. স্বাদ মতনুন চিনি
  11. 4 টে কাঁচা লঙ্কা
  12. 1 টিআলু
  13. 1 টেবিল চামচশুকনো লঙ্কার গুঁড়ো
  14. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. পরিমাণ মত সর্ষের তেল
  16. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথম ছোলার ডাল 3,4 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এবং কুমরো সেদ্ধ করে নিতে হবে। এবারে মিক্সিতে ডাল এবং কুমড়ো সেদ্ধ কাচালংকা এবং 1 চামচ পরিমান আদা দিয়ে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এবার একটি প্যান এ তেল দিয়ে কসুরি মেথি দিয়ে ডাল ও কুমড়োর মিশ্রন টি ঢেলে পরিমাণ অনুযায়ী নুন ও হলুদ দিয়ে অনবরত নারতে নারতে একদম মাখামাখা করে নিতে হবে।

  3. 3

    নারতে নারতে একদম শুকনো হয়ে এলে একটি থালয় অল্প তেল ঢেলে ধোকার মিশ্রন টি ঢেলে নিতে হবে।

  4. 4

    এবার থালাতে সমান করে ঢেলে গরম অবস্থা তেই একটি চাকু দিয়ে যে কোনো আকারে ধোকার মতো গড়ে নিতে হবে। এবং 15 মিনিট মতো থালাটি ফ্রিজ এ রেখে দিতে হবে।

  5. 5

    এবার ফ্রিজ থেকে বের করে 5 মিনিট রেখে প্যান এ তেল দিয়ে ধোকা গুলি ভেজে তুলে নিতে হবে ।

  6. 6

    এবারে করাতে তেল দিয়ে সাদা জিরে ফোরন দিয়ে আলু টমেটো কুচি নুন হলুদ চিনি দিয়ে একটু ভাজা ভাজা হলে জিরে গুরো ধনে গুরো শুকনো লঙ্কার গুরো টমেটো পেস্ট ও পরিমাণ মত জল দিয়ে মশলা কষিয়ে ধোকা গুলি দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে ।

  7. 7

    একদম মাখামাখা হয়ে গেলে ওপরে গরম মশলা গুরো ছরিয়ে নামিয়ে নিলেই তৈরি মিষ্টি কুমড়োর ধোকার ডালনা।এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সুস্বাদু রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

Top Search in

Similar Recipes