মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি (macher matha diye puishak chorchori recipe in Bengali)

Supriya Bhaskar
Supriya Bhaskar @cook_27720486

মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি (macher matha diye puishak chorchori recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১বাটি পুঁইশাকের ডাঁটা টুকরো করে কাটা
  2. ১টি বড় আলু
  3. ১ ফালি কুমড়ো
  4. ৬টি পটল
  5. ২টি পেঁয়াজ কুচি
  6. ২টেবিল চামচ আদা রসুন বাটা
  7. ২টি রুই মাছের মাথা
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  10. ১চা চামচ জিরা গুঁড়ো
  11. ১ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ১/৩ কাপসর্ষের তেল
  14. ১টি গোটা শুকনো লঙ্কা
  15. ১/২ চা চামচপাাঁচফোড়ন
  16. স্বাদ মতনুন
  17. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু পটল কুমড়ো মাঝারি টুকরো করে কেটে নিতে হবে

  2. 2

    কড়াই সর্ষের তেল গরম করে মাছের মাথা নুন হলুদ মাখিয়ে লালচে করে ভেজে তুলতে হবে

  3. 3

    ওই তেলে গোটা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে লালচে করে ভাজতে হবে

  4. 4

    তারপর পুঁইশাকের ডাটা আলু পটল কুমড়ো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে

  5. 5

    বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে সমস্ত সবজি ভাজা করে তাতে একে একে নুন হলুদ গুঁড়ো জিরেগুঁড়ো ধনেগুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে

  6. 6

    তারপর পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত

  7. 7

    বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিতে হবে সবজি সেদ্ধ হয়েছে কিনা তারপর তাতে ভাজা মাছের মাথা ও লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে সমস্তটা মাঝারি আঁচে করতে হবে জল একদম শুকিয়ে আসা পর্যন্ত

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriya Bhaskar
Supriya Bhaskar @cook_27720486

মন্তব্যগুলি

Similar Recipes