ইলিশমাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি(puishak chocchori recipe in Bengali)

Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

#ebook2
নববর্ষ রেসিপি

ইলিশমাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি(puishak chocchori recipe in Bengali)

#ebook2
নববর্ষ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ আঁটি পুঁইশাক
  2. ১টা আলু
  3. ১ বাটি কুমড়ো ছোটো করে কাটা
  4. ৫০ গ্রাম কচু
  5. ১ টি ইলিশ মাছের মাথা
  6. ১ টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো
  7. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  8. ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  10. ১/২ টেবিল চামচ ধনে জিরা গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  12. পরিমাণ অনুযায়ীসরষের তেল
  13. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  14. ২টি শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে শাক, আলু,কচু ও কুমড়ো টাকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে

  2. 2

    এবার মাছের মাথা টাকে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। এবার কড়াইতে একটু সরষের তেল গরম করে ওটাকে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার ঐ কড়াইতে আবার অল্প সর্ষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ওর মধ্যে পেয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে যাতে তার কাঁচা গন্ধ চলে যায়।

  4. 4

    এবার ওর মধ্যে সব গুঁড়ো মশলা, নুন ও সামান্য জল দিয়ে মশলা কষিয়ে ওর মধ্যে শাক‌, মাছের মাথা ও কেটে রাখা সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  5. 5

    শাক ও সবজি গুলো নরম হয়ে এলে ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন ও চিনি ভালোভাবে নেড়ে একটু মাখোমাখো হয়ে গেলেই তৈরী ।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

Similar Recipes