এগ ক্যাপ্সিকাম পুর(egg capsicum pur recipe in bengali)

Suparna Datta
Suparna Datta @18cook_25865338
Hooghly

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#Week4
একটু নতুন কিছু ট্রাই করে দেখলাম।খেতে বেশ ভালোই হলো সবাই বলেছে।

এগ ক্যাপ্সিকাম পুর(egg capsicum pur recipe in bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#Week4
একটু নতুন কিছু ট্রাই করে দেখলাম।খেতে বেশ ভালোই হলো সবাই বলেছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10মিনিট
2 জনের জন্য
  1. 1 টা ছোট পেঁয়াজ কুচি
  2. 1 টাটমেটো কুচি
  3. 1/2 চা চামচআদা কুচি
  4. 1 টালঙ্কা কুচি
  5. 1 টা ক্যাপ্সিকাম গোল গোল করে কাটা
  6. স্বাদ মতনুন
  7. পরিমাণ মত তেল
  8. 1 টাডিম

রান্নার নির্দেশ সমূহ

10মিনিট
  1. 1

    প্রথমে সব সবজিগুলো কেটে নিতে হবে।

  2. 2

    একটি পাত্রে ডিম গুলিয়ে তাতে একে একে সব সব্জি মিশিয়ে দিতে হবে।

  3. 3

    এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে প্রথমে ক্যাপ্সিকাম তা বসিয়ে তার ভেতর ডিমের মিশ্রণটি দিয়ে হালকা আচে ভাজতে হবে।

  4. 4

    একপিট ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দিতে হবে।

  5. 5

    ব্যাস রেডি এগ ক্যাপ্সিকাম পুর।সসের সাথে বেশ টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Datta
Suparna Datta @18cook_25865338
Hooghly
আমি রান্না করতে খেতে ও খাওয়াতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes