ছানার পুরভরা পটলের দোলমা (chanar pur bhora potoler dolma recipe in bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

#উত্তরবাংলাররান্নাঘর
#আমারদেশেরখাবার
আমাদের দেশের খুবই ঐতিয্যবাহী রান্না পটলের দোলমা। যতই আধুনিকতার ছোঁওয়া আসুক না কেন। প্রায় প্রত্যেকটি বাড়িতে পটলের দোলমা সবার প্রিয় একটি পদ।

ছানার পুরভরা পটলের দোলমা (chanar pur bhora potoler dolma recipe in bengali)

#উত্তরবাংলাররান্নাঘর
#আমারদেশেরখাবার
আমাদের দেশের খুবই ঐতিয্যবাহী রান্না পটলের দোলমা। যতই আধুনিকতার ছোঁওয়া আসুক না কেন। প্রায় প্রত্যেকটি বাড়িতে পটলের দোলমা সবার প্রিয় একটি পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. স্বাদ মত নুন ও চিনি
  2. ৪ টি পটল
  3. ৫০ গ্রাম ছানা
  4. 1/2 চা চামচআদা বাটা
  5. ৪ টেবিল চামচ পোস্ত বাটা
  6. ২টি পেঁয়াজ কুচি
  7. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  8. ১টি তেজপাতা
  9. ১ চিমটি হলুদ গুঁড়ো
  10. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  11. প্রয়োজন মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে পটলের গা ঘষে ১ দিকের মুখ কেটে, পটলের ভেতরে দানা সাবধানে বের করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে অল্প তেল দিয়ে তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে আদাবাটা,হলুদ ও গরম মশলা,নুন ও চিনি দিয়ে নাড়া চাড়া ছানা দিয়ে আরও নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার পটলের ভেতরে ছানার পুর ভরে টুথপিক দিয়ে মুখে বন্ধ করে দিতে হবে।

  4. 4

    পুর ভরা পটল তেলে ভেজে তুলে রাখতে হবে।

  5. 5

    এবার ওই তেলে কালোজিরে ফোড়ন দিয়ে পোস্তবাটা ও কাঁচালংকা বাটা, সামান্য হলুদ গুড়ো,নুন দিয়ে নেড়ে চেড়ে জল দিতে হবে।

  6. 6

    ফুটে উঠলে পুরভরা ভাজা পটল দিয়ে কিছুক্ষন ফুটিয়ে ঘন হয়ে গা মাখা হলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes