ক্রিসমাস ক্যুকিজ ট্রেন (christmas cookies train recipe in Bengali)

Raktima Kundu
Raktima Kundu @KhongBongDhong
Kolkata

#AsahiKaseiIndia
Baking Recipes

এতে আমি থিম রেখেছি - সান্তাক্লজ ট্রেন চালিয়ে তার বাহন, গাছ, উপহার নিয়ে আমাদের দেশে আসছেন। ট্রেনের পেছনের চাঁদ-তারাভরা আকাশ আমি কালো কাগজে এঁকে তার সামনে ট্রেনটি সাজিয়ে দিয়েছি।

ক্রিসমাস ক্যুকিজ ট্রেন (christmas cookies train recipe in Bengali)

#AsahiKaseiIndia
Baking Recipes

এতে আমি থিম রেখেছি - সান্তাক্লজ ট্রেন চালিয়ে তার বাহন, গাছ, উপহার নিয়ে আমাদের দেশে আসছেন। ট্রেনের পেছনের চাঁদ-তারাভরা আকাশ আমি কালো কাগজে এঁকে তার সামনে ট্রেনটি সাজিয়ে দিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ক্যুকিজের জন্য :-
  2. ৩০০ গ্রাম ময়দা
  3. ১/২ চা চামচ বেকিং পাউডার
  4. ১/৪চা চামচ বেকিং সোডা
  5. ১/২ চা চামচ আদার গুঁড়ো
  6. ১/২ চা চামচ দারচিনি গুঁড়ো
  7. ১/৪ চা চামচ নুন
  8. ১০০ গ্রাম মাখন
  9. ১০০ গ্রাম চিনির গুঁড়ো
  10. ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স
  11. ১ টি ডিম
  12. ২ টেবিল চামচ মধু
  13. ১/৪ কাপ বীটের রস
  14. ক্যুকিজ একসাথে জোড়ার ও সাজানোর জন্য :-
  15. ১০০ গ্রাম ক্রীম চীজ
  16. ২ কাপ চিনির গুঁড়ো
  17. ১/৪ চা চামচ নুন
  18. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  19. ট্রেনের সংযোগকারী রেখা ও সান্তাক্লজের মুখের জন্য:-
  20. ১ টি ব্রাউন ব্রেড
  21. ১ চা চামচ লাল রঙের মিক্সড ফ্রুট জেলি
  22. রেইনডিয়ারের জন্য :-
  23. ১ চা চামচ কোকো পাউডার
  24. ক্রিসমাস গাছের জন্য :-
  25. ৫০ গ্রাম পনির
  26. ৩ কাপ গরম জল
  27. ১ কাপ বরফ
  28. ১/২ আঁটি পালং শাক
  29. স্বাদ মত নুন
  30. ১ চা চামচ গলানো মাখন
  31. ১/২ হলুদ বেলপেপার
  32. উপহারের বাক্সের জন্য :-
  33. ১/২ হলুদ বেলপেপার
  34. ১/২ সবুজ বেলপেপার
  35. ১ টি ডিম
  36. ১/৪ কাপ সেদ্ধ চাউমিন
  37. ১ চা চামচ গলানো মাখন
  38. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ১/২ কাপ ময়দা আলাদা করে রেখে দিতে হবে। এটি কুকিজগুলো বেলার সময় কাজে লাগবে। বাকী ময়দা, আদার গুঁড়ো, দারচিনির গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন একসাথে মিশিয়ে চালুনি দিয়ে চেলে একটি পাত্রে নিয়ে নিতে হবে।

  2. 2

    এবারে অন্য পাত্রে মাখন ও চিনির গুঁড়ো একসাথে মিশিয়ে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে ডিম, ভ্যানিলা এসেন্স ও মধু দিয়ে আবারো ভালোভাবে মিশিয়ে ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিতে হবে। মাখন ও ডিমকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে মেশানোর আগে। মধুকে মেশানোর আগে ১০সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে নেওয়া যেতে পারে, এতে মেশাতে সুবিধে হবে।

  3. 3

    এবারে দ্বিতীয় ধাপে তৈরী হওয়া মিশ্রণের মধ্যে প্রথম ধাপে তৈরী হওয়া শুকনো ময়দার মিশ্রণটি অল্প অল্প করে মিশিয়ে হাত দিয়ে মেখে একটি মন্ড তৈরী করে নিতে হবে। এটি একটি স্লিং ফিল্মে মুড়ে ১ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।

  4. 4

    এরপর ফ্রিজ থেকে বের করে কিছুটা পরিমান মন্ডে বীটের রস মিশিয়ে আবার ভালোভাবে মেখে লাল মন্ড তৈরী করে নিতে হবে। দরকার হলে এটি বানানোর সময় হাতে অল্প ময়দা লাগিয়ে নিতে হবে। এবারে লাল মন্ড ও আগের মন্ডটিকে আলাদাভাবে স্লিং ফিল্মে মুড়ে ফ্রিজে রেখে দিতে হবে।

  5. 5

    ফ্রিজ থেকে বের করে অল্প ময়দা ছড়িয়ে মন্ডদুটি বেলে নিয়ে ইচ্ছে মতো আকারে কেটে নিতে হবে। ট্রেন বানানোর জন্য আমি চাকা, ট্রেনের কামরা আলাদা আলাদাভাবে বানিয়ে নিয়েছিলাম ঠিক যেমনভাবে ছবিতে দেখিয়েছি। শিংযুক্ত রেইনডিয়ারের আকারে একটি টুকরো কেটে নিয়েছিলাম। একটি কাঠি দিয়ে তার চোখমুখের দাগগুলো করে নিয়েছিলাম।

  6. 6

    এবার কুকিজের টুকরেগুলো একদিকে ইলেকট্রিক তন্দুর মেশিনে ৫-৭ মিনিট বেক করে উল্টে ওপরদিক ২-৩ মিনিট বেক করে নিলেই কুকিজগুলো তৈরী হয়ে যাবে।

  7. 7

    কুকিজগুলো সাজানোর জন্য, ক্রীম চীজ, নুন, চিনির গুঁড়ো, ভ্যানিলা এসেন্স একসাথে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলেই ক্রীম চীজের সাদা মিশ্রণ তৈরী। এবারে একে পাইপিং ব্যাগে ভরে কুকিজগুলো ডিজাইন করেছি।

  8. 8

    ব্রাউন ব্রেডের চারধার কেটে সেগুলো সেঁকে দুটো কামরার সংযোগকারী রেখাগুলো বানিয়েছি।

  9. 9

    সান্তাক্লজের মুখের জন্য, ব্রাউন ব্রেডের একটি টুকরো নিয়ে তাকে মুখের আকারে কেটে সেঁকে নিয়ে লাল মিক্সড ফ্রুট জেলি দিয়ে টুপি, ঠোঁট, চোখ আর ক্রীম চীজের সাদা মিশ্রণ দিয়ে সাদা দাড়ি বানিয়েছি।

  10. 10

    রেইনডিয়ারের জন্য প্রথমে সাদা ক্রীম চিজের অল্প মিশ্রণ নিয়ে তাতে চকো পাউডার মিশিয়ে সেটা দিয়ে বেক করা রেইনডিয়ার কুকিজে রেইনডিয়ারের শরীর ও শিং সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। বাকীটা সাদা ক্রীম চীজের মিশ্রণ দিয়ে ডিজাইন করে দিতে হবে।

  11. 11

    পনীরের টুকরোকে প্রথমে গাছের আকারে কেটে নিতে হবে। পালং শাককে গরম জলে ভিজিয়ে তাকে আবার বরফগলা জলে ডুবিয়ে তার পেস্ট বানিয়ে গাছের আকারের পনীরের টুকরোতে নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। ননস্টিক ফ্রাইং প্যানে গলানো মাখন ব্রাশ করে পালং শাক লাগানো পনীরের টুকরোটি সেঁকে নিতে হবে। হলুদ বেলপেপারের টুকরোকে তারার আকারে কেটে তাকেও ননস্টিক ফ্রাইং প্যানে গলানো মাখন ব্রাশ করে সেঁকে নিতে হবে।

  12. 12

    ননস্টিক ফ্রাইং প্যানে গলানো মাখন ব্রাশ করে সেদ্ধ নুডলস নুন দিয়ে মাখিয়ে সেঁকে নিতে হবে।

  13. 13

    হলুদ বেলপেপারকে চারকোনা করে এমনভাবে কাটতে হবে যাতে তিনদিক বন্ধ ও একদিক খোলা একটি বাক্সের আকার নেয়। এবারে একটি বন্ধ দিকের মাঝখানটা কেটে বের করে তাতে চারকোনা করে কাটা সবুজ ক্যাপসিকামের টুকরো ঠিক বাক্সের মত করে আটকে নিতে হবে। ডিম ফাটিয়ে নুন দিয়ে ফেটিয়ে ননস্টিক ফ্রাইং প্যানে গলানো মাখন ব্রাশ তাতে ক্যাপসিকামের বাক্স রেখে তার ভেতর ডিমের গোলা দিয়ে দিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে ভেতরে সেঁকে নেওয়া নুডলস দিয়ে দিলেই উপহারের বাক্স তৈরী হয়ে যাবে।

  14. 14

    সব একসাথে পাশাপাশি বসিয়ে দিলেই তৈরী হয়ে যাবে ক্রিসমাস কুকিজ ট্রেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raktima Kundu
Raktima Kundu @KhongBongDhong
Kolkata

মন্তব্যগুলি (5)

Swagata Mukherjee
Swagata Mukherjee @Swagata_2021
অসাধারণ ❤ খুব খুব সুন্দর।
Innovative 👌

Similar Recipes