মিলকমেড চকোলেট হোয়াইট ফরেস্ট কেক (milkmaid chocolate white forest cake recipe in Bengali)

Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

মিলকমেড চকোলেট হোয়াইট ফরেস্ট কেক (milkmaid chocolate white forest cake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 1 কাপময়দা(মেজার্মেন্ট কাপের)
  2. 1/2 কাপকোকো পাউডার(মেজার্মেন্ট কাপের)
  3. 1 কাপডাস্ট করে নেওয়া চিনি(মেজার্মেন্ট কাপের)
  4. 3 টেডিম
  5. 1/2 কাপদুধ
  6. 1/2 কাপরিফাইন তেল
  7. 1 চা চামচখাবার সোডা
  8. 1 চা চামচবেকিং সোডা
  9. 1 চিমটিনুন
  10. 1/2 কাপ কনডেন্স মিল্ক
  11. 2 টোডেয়ারি মিল্ক চকোলেট
  12. প্রয়োজন অনুযায়ীডিলাইট ক্রিম
  13. প্রয়োজন অনুযায়ীচেরি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে ময়দা কোকো পাউডার একসাথে মিশিয়ে ভালো করে চেলে নিতে হবে তারপর ওই ময়দার মধ্যেই খাবার সোডা এবং বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। ডিমের সাদা অংশ হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে ফোম তৈরী করে নিতে হবে। এবার ডিমের ফোম এর মধ্যে ডাস্ট করা চিনি দিয়ে খুব ভালো করে ফেরাতে হবে চিনি ফেটানো হয়ে গেলে ডিমের হলুদ অংশ দিয়ে আবার ভাল করে ফেটাতে হবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর ময়দা কোকো পাউডার ও খাবার সোডা ও বেকিং সোডা মেশানোর মিশ্রনটা অল্প অল্প করে ডিমের ফোম এর মধ্যে দিয়ে ফাটাতে হবে ।

  2. 2

    এবার একটু একটু করে দুধ দিয়ে মিশ্রন টা ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেলে তেল মিলকমেড দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এবার যে পাত্রে কেক তৈরি করা হবে সেই পাত্রে ভালো করে তেল ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিয়ে আগে থেকে প্রিহিট করে নেওয়া পাত্রে কেকের পাত্রটি বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে উনুনের তাপমাত্রা কমিয়ে 45 মিনিট রাখতে হবে 45 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নিতে হবে কোথাও কাঁচা আছে কিনা ।

  4. 4

    কেক তৈরি হয়ে গেলে ঠান্ডা হলে কেকের পাত্র থেকে নামিয়ে একটি স্ট্যান্ড এ রেখে একটি বড়ো চাকুর সাহায্যে 3টে পিস করে কেটে নিয়ে চিনির জল ব্রাশ করে ক্রিম ও কিছু গ্রেট করা ডেয়ারিমিলক চকোলেট ছড়িয়ে একটার পর আর একটা দিয়ে সাজিয়ে দিতে হবে।

  5. 5

    সব কেকের পিস সাজানো হয়ে গেলে ভালো করে ক্রিম এর প্রলেপ দিয়ে কেক টা কে সমান করে নিতে হবে ক্রিম এর প্রলেপ টা

  6. 6

    তারপর একটি পাইপিং ব্যাগ এ ক্রিম পুড়ে কেকের উপরে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল করে নিতে হবে ।

  7. 7

    এবার গ্রেট করা ডেয়ারিমিলক চকোলেট ফুলের মাঝখানে এবং সাইডে লাগিয়ে দিতে হবে খুব সাবধানে ।তারপর ফুলের উপরে চেরি বসিয়ে 30 মিনিট ফ্রিজ এ রাখতে হবে সেট হবার জন্য ।

  8. 8

    30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে পিস পিস করে কেটে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

Similar Recipes