লইট্যা মাছের ঝুরি (lote macher jhuri recipe in Bengali)

Tina Majumdar Kundu
Tina Majumdar Kundu @Tina96

লইট্যা মাছের ঝুরি (lote macher jhuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২ টো পেঁয়াজ(১টা বাটা আর একটা কুচি)
  2. ৬-৭ কোয়া রসুন(বাটা)
  3. ১ ইঞ্চির আদা(বাটা)
  4. স্বাদ মতনুন ও চিনি
  5. ১ চা চামচ জিরে গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১ টা বড় টমেটো কুচি করা
  10. ৪-৫ টাকাঁচা লঙ্কা বাটা
  11. ১ কিলোলোটে মাছ
  12. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  13. প্রয়োজন অনুযায়ীধনে পাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে লোটে মাছ গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে

  2. 2

    এরপর একটি বাটিতে মাছটা নিয়ে তার মধ্যে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো,পেঁয়াজ কুচি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি আর সামান্য সর্ষের তেল দিয়ে মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে

  3. 3

    তারপর গ্যাস এ করাই বসিয়ে তাতে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দুটো লঙ্কা কুচি আর দু কোয়া রসুন কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাছ টা দিয়ে দিতে হবে,

  4. 4

    গ্যাস এর ফ্লামে হাই টে রেখেই রান্না করতে হবে কারণ যেহেতু এই মাছ থেকেই খুব জল বেরোই আর আমরা এটা একদম শুকনো শুকনো করবো

  5. 5

    ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় ১৫ মিনিট ধরে.. এই মাছ কিন্তু ভীষণ নরম হয় তাই আসতে আসতে নাড়বেন..ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই.. আর গ্যাস এ ফ্লেম যেহেতু হাই তে আছে তাই ক্রমাগত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়

  6. 6

    তারপর যখন ভালো ভাবে শুকিয়ে আসবে তখন ধনেপাতা কুচি দিয়ে ভালো ভাবে নাড়িয়ে নামিয়ে নেবেন

  7. 7

    প্লেট এ সাজিয়ে সুন্দর করে পরিবেশন করবেন.. গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝুরো জাস্ট জমে যাবে👌

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tina Majumdar Kundu

মন্তব্যগুলি (2)

Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
অপূর্ব স্বাদের রেসিপি খুব ভালো হয়েছে ❤️❤️

Similar Recipes