লোটে মাছের ঝুড়ি (Lote macher jhuri recipe in Bengali)

Shubhosri Banerjee
Shubhosri Banerjee @shubho

লোটে মাছের ঝুড়ি (Lote macher jhuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৫০০গ্রাম লোটে মাছ
  2. ১ টা বড় পিয়াজ কুচি
  3. ২ কোয়া রসুন কুচি
  4. ১ টা মাঝারি সাইজের টমেটো কুচি
  5. স্বাদ অনুযায়ীকাঁচ লঙ্কা কুচি
  6. ১ চা চামচ জিরে গুুঁড়ো
  7. ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. প্রয়োজন মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে, তাতে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    এর পর কড়াই তে সর্ষের তেল গরম করে তাতে কুচানো পিয়াজ ও রসুন লাল করে ভেজে নিতে হবে। তারপর দিতে হবে টমেটো কুচি।

  3. 3

    সবটা ভাজা ভাজা হলে মাছ গুলো দিয়ে দিতে হবে। মাছটা একটু ভেজে নিয়ে এক এক করে হলুদ গুঁড়ো, জীরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি দিতে হবে।

  4. 4

    সবটা খুব ভালো করে নাড়তে হবে। মাছ থেকে জল বেরিয়ে মাছ গুলো ভেঙে যাবে।চাইলে কিছু কাঁটা তখন বের করে নেওয়া যায় কড়াই থেকেই।

  5. 5

    স্বাদ মত নুন দিতে হবে। মাছটা ক্রমাগত নাড়তে নাড়তে সেটা ঝুরঝুরে হয়ে কড়াই থেকে উঠে আসবে। আর তেল ও ছাড়বে। তখন নামিয়ে নিতে হবে। লোটে মাছের ঝুড়ি তৈরি। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shubhosri Banerjee

Similar Recipes