ওটস ব্রাউনি (oats brownie recipe in Bengali)

Debalina Banerjee
Debalina Banerjee @debalina249

#BFT

তেল, মাখন, ডিম,চিনি ছাড়া স্বাস্থ্যকর ওটস ব্রাউনি ডার্ক চকলেট সহ আর কালো জামের জুস। স্বাস্থ্যকর জলখাবার।

ওটস ব্রাউনি (oats brownie recipe in Bengali)

#BFT

তেল, মাখন, ডিম,চিনি ছাড়া স্বাস্থ্যকর ওটস ব্রাউনি ডার্ক চকলেট সহ আর কালো জামের জুস। স্বাস্থ্যকর জলখাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৮/২০ মিনিট
৩ জন
  1. ১/২ কাপ ওটস, ১৫ মিনিট জলে ভেজানো ছিল
  2. ২ টো খেজুর
  3. ৩ টে কাঠবাদাম, ১৫ মিনিট জলে ভেজানো ছিল।
  4. ১/৩ কাপ জল
  5. ২ টেবিল চামচ মিষ্টি ছাড়া কোকো পাউডার
  6. ১/৩ চা চামচ বেকিং পাউডার
  7. ১/৪ চা চামচ লবণ
  8. ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
  9. ১/২ কলা
  10. ২ টো ছোট ডার্ক চকলেট চৌকো

রান্নার নির্দেশ সমূহ

১৮/২০ মিনিট
  1. 1

    সমস্ত উপাদান একটা মিক্সার গ্রাইন্ডার এর যারে নিয়ে ভালোমতো পেস্ট করে নিন।

  2. 2

    এবার মিশ্রণটি তিনটে ছোট কেক মোল্ডে আলাদা আলাদা করে ঢেলে উপর থেকে ডার্ক চকলেট এবং কাজুবাদাম ছোট ছোট কুচি করে কেটে নিয়ে সাজিয়ে নিন।

  3. 3

    প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ১৮ থেকে কুড়ি মিনিট বেক করে নিলেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Banerjee
Debalina Banerjee @debalina249
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু ঝোঁকটা বরাবরই ভীষণ বেশি, রান্নাবান্নার প্রতি। রান্নাবান্নার প্রতি আমার একটা আলাদা ভালোলাগা আছে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes