মিক্স ফ্রুট স্যালাড (mixed fruit salad recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

সত্যি ফলের বিকল্প নেই,.........আর ব্যাস্ত জীবনে খাবারের সমস্যা মেটাতে ফল আমাদের বিশেষ ভাবে সাহায্য করে,.......এভাবে রকমারি ফল দিয়ে আমি বানিয়েছি এই মিষ্টি স্যালাড।
#wfs

মিক্স ফ্রুট স্যালাড (mixed fruit salad recipe in Bengali)

সত্যি ফলের বিকল্প নেই,.........আর ব্যাস্ত জীবনে খাবারের সমস্যা মেটাতে ফল আমাদের বিশেষ ভাবে সাহায্য করে,.......এভাবে রকমারি ফল দিয়ে আমি বানিয়েছি এই মিষ্টি স্যালাড।
#wfs

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

0 মিনিট
৪জন
  1. ১ টা আনারস
  2. ১টা আপেল
  3. ১টা বেদানা
  4. ১টা কলা
  5. ১টা আম
  6. ১ টাচেরী
  7. স্বাদমতোগোলমরিচের গুঁড়ো
  8. পরিমান মতোকনডেন্স মিল্ক

রান্নার নির্দেশ সমূহ

0 মিনিট
  1. 1

    বাড়িতে আমার যে ফল গুলি আছে তা দিয়ে বানাবো স্যালাড, সেগুলি ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিতে হবে।

  2. 2

    এবার স্লাইজ করে কেটে নিতে হবে।

  3. 3

    কাটা টুকরো গুলোর উপর এবার সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    এতে এবার আমি যোগ করবো কনডেন্স মিল্ক।

  5. 5

    এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবার দারুন লাগছে বলে খেয়ে ফেলা যাবে না,......ফ্রিজে অন্তত তিন,চার ঘন্টা রেখে দিতে হবে।তারপর নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করতে হবে।আমি একটু চেষ্টা করেছি সাজিয়ে দেওয়ার,আপনারা আপনাদের মতো করে সাজিয়ে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Similar Recipes