ভেজিটেবল চপ (Vegetable chop recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#ebook06
#Week5
অনেক রকম সবজি দিয়ে তৈরি ভেজিটেবল চপ খেতে মাঝে মাঝে ভালোই লাগে । আমি আজ ভেজিটেবল চপ এর রেসিপি শেয়ার করবো ।

ভেজিটেবল চপ (Vegetable chop recipe in bengali)

#ebook06
#Week5
অনেক রকম সবজি দিয়ে তৈরি ভেজিটেবল চপ খেতে মাঝে মাঝে ভালোই লাগে । আমি আজ ভেজিটেবল চপ এর রেসিপি শেয়ার করবো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 2 টোবীট
  2. 1 টিগাজর
  3. 2 টিপটল
  4. 1 টিআলু
  5. 1 টিটমেটো
  6. 4 টিবিনস
  7. 1/2আঁটি ধনেপাতা
  8. 1 চা চামচআদা বাটা
  9. স্বাদমতোনুন
  10. 2 টোকাঁচালঙ্কা কুচি
  11. 1/2 চা চামচলঙ্কাগুঁড়ো
  12. 1 চা চামচজিরে গুঁড়ো
  13. 1+1/2 চা চামচ জিরে,মৌরি ও 2 টি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা
  14. 1 কাপবিস্কুট গুঁড়ো
  15. 2+ 2 চা চামচ কর্নফ্লাওয়ার ও ময়দা
  16. 1/2 চা চামচপাঁচফোড়ন, 2 টি শুকনো লঙ্কা
  17. 3টেবিল চামচ রোস্ট করা বাদাম
  18. পরিমাণ মতো তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমেই খোসা ছাড়িয়ে বীট, গাজর, বিনস, আলূ ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নেব ।পটল খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব । এবার বীট, গাজর, আলু একটু চটকে নেব । বাদাম ভেজে তুলে নেব ।

  2. 2

    এবার কড়াইয়ে দু চা চামচ তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও লঙ্কা ফোড়ন দিয়ে গ্রেট করা পটল দিয়ে, নুন দিয়ে একটু ভেজে নিয়ে, সেদ্ধ করা বিট, গাজর, আলু, টমেটো, বিনস, নুন, ধনেপাতা কুচি, লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে । আদাবাটা মিশিয়ে দিতে হবে । এবার ভাজা বাদাম দিলাম ।সব একসাথে নাড়তে নাড়তে বেশ শুকনো মতো হয়ে এলে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার ঠান্ডা হলে, গোল গোল লম্বাটে করে গড়ে নিতে হবে । এবার কর্নফ্লাওয়ার, ময়দা নুন মিশিয়ে ব্যাটার গুলে নেব । এখন বিস্কুট গুড়ো করে একটি প্লেটে নিয়ে নেব । একটি করে চপ, বিস্কুট গুঁড়ো লাগিয়ে ব্যাটারে ডুবিয়ে আবারও বিস্কুট গুঁড়ো লাগিয়ে গড়ে নেব । এরকম ভাবে সব কটি গড়ে নেব ।

  4. 4

    এবার তেল গরম করে মাঝারি আঁচে সব কটি ভেজে তুলে নেব । আমি শসের সাথে গরম গরম ভেজিটেবল চপ পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

মন্তব্যগুলি (11)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊

Similar Recipes