ভোগের খিচুড়ি (Bhoger Khichudi Recipe in Bengali)

Sumita Roychowdhury
Sumita Roychowdhury @Sumita_26
Kolkata

#fc
#week1
রথযাত্রা স্পেশাল এ আমি ভোগের খিচুড়ি বানিয়েছি এবং অপূর্ব স্বাদের এই খিচুড়ির সঙ্গে আমি বানিয়েছি.......
কাঁকরোল ভাজা,, ভিন্ডি ভাজা এবং পাপড় ভাজা।।

ভোগের খিচুড়ি (Bhoger Khichudi Recipe in Bengali)

#fc
#week1
রথযাত্রা স্পেশাল এ আমি ভোগের খিচুড়ি বানিয়েছি এবং অপূর্ব স্বাদের এই খিচুড়ির সঙ্গে আমি বানিয়েছি.......
কাঁকরোল ভাজা,, ভিন্ডি ভাজা এবং পাপড় ভাজা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২ জন
  1. ৫ টা কাঁচালংকা চিরে রাখা
  2. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচগোটা জিরে
  6. ২টো তেজপাতা
  7. ২টো শুকনো লঙ্কা
  8. ১ টা টমেটো কুচি করে কাটা
  9. ১ চা চামচ চিনি
  10. স্বাদ অনুযায়ীসৈন্দক লবণ
  11. ১ কাপ গোবিন্দভোগ চাল
  12. ১ কাপ সোনা মুগের ডাল
  13. ৪ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে সোনা মুগের ডাল শুকনো কড়ায় নেড়ে, একটু লালচে হয়ে এলে নাবিয়ে, ধুয়ে নিয়ে,,গোবিন্দ ভোগ চালও ধুয়ে নিয়ে পরিমান মতো জল মিশিয়ে হাঁড়িতে করে গ্যাসে বসিয়ে দিতে হবে।

  2. 2

    মাঝে মাঝে নাড়িয়ে দেখে নিতে হবে যেন তলায় ধরে না যায়,,
    যখন চাল ও ডাল সেদ্ধ হয়ে গেল তখন নাবিয়ে নিতে হবে।
    হলুদগুড়ো,,চেরা কাঁচালংকা ও লবণ মিশিয়ে দিতে হবে।

  3. 3

    এরপরে একটা নন্ স্টিক কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে ২ চামচ ঘি দিয়ে তাতে তেজপাতা, শুকনো লংকা ও গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে আদা বাটা দিয়ে নাড়িয়ে টমেটো কুচি দিয়ে কষে নিতে হবে।

  4. 4

    এবারে এতে কাশ্মীরি লংকাগুড়ো ও চিনি মিশিয়ে একটু জল দিতে হবে।
    এরপরে কড়াতে যে মশলা টা কষে নেওয়া হয়েছে,,
    সেটা হাঁড়িতে ঢেলে দিয়ে খিচুড়ির সঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবারে গ্যাস জ্বালিয়ে একবার ফুটলেই, নাবিয়ে নিয়ে বাকি ২চামচ ঘি ছড়িয়ে পরিবেশন করলাম......
    অপূর্ব স্বাদের ভোগের খিচুড়ি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumita Roychowdhury
Kolkata
I am a School Principal, cooking is my passion and I love to experiment with the ingredients and create something yummilicious.
আরও পড়ুন

Similar Recipes