রাবড়ি সহযোগে ক্ষীরের মালপোয়া (rabri sahajoge kheerer malpua recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#fc
#Week1
রথযাত্রা উপলক্ষ্যে কিছু মিষ্টি অবশ্যই খাওয়া হবেই তার মধ্যে এটি অন্যতম। পুরীর জগন্নাথ দেবের মন্দিরেও এটি ভোগ হিসেবে নিবেদিত হয়।
ক্ষীরের মালপোয়ার বিশেষত্ব হল মুখে দিলে এক অনন্য স্বাদ পাওয়া যায় এবং খুব সহজেই মুখে দিলে হলে যায়।

রাবড়ি সহযোগে ক্ষীরের মালপোয়া (rabri sahajoge kheerer malpua recipe in Bengali)

#fc
#Week1
রথযাত্রা উপলক্ষ্যে কিছু মিষ্টি অবশ্যই খাওয়া হবেই তার মধ্যে এটি অন্যতম। পুরীর জগন্নাথ দেবের মন্দিরেও এটি ভোগ হিসেবে নিবেদিত হয়।
ক্ষীরের মালপোয়ার বিশেষত্ব হল মুখে দিলে এক অনন্য স্বাদ পাওয়া যায় এবং খুব সহজেই মুখে দিলে হলে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা ১৫মিনিট
৪ জন
  1. রাবড়ি বানাতে লাগবে:-
  2. ৫০০ মিলি ফুল ফ্যাট মিল্ক
  3. ১ বাটি জমানো দুধের সর
  4. স্বাদ মত চিনি বা গুড়
  5. ক্ষীরের মালপোয়া বানাতে লাগবে:-
  6. ১ কাপ খোয়া ক্ষীর
  7. ১/৪ কাপ ময়দা
  8. ১ টেবিল চামচ রোস্টেড সুজি
  9. ১/৪ কাপ দুধ
  10. ৩- ৪ টেবিল চামচ চিনি
  11. ১ কাপভাজার জন্য গাওয়া ঘি
  12. গার্নিশিং করতে লাগবে:-
  13. প্রয়োজন অনুযায়ীভাজা কাজু কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা ১৫মিনিট
  1. 1

    রাবড়ি বানানোর জন্য:-
    প্রথমে দুধ ঢিমে আঁচে জ্বাল দিতে হবে। সমানে নাড়তে হবে। প্রতিবার সর পড়লে সরগুলো তুলে রাখতে হবে। যখন দুধ একেবারে ঘন হয়ে আসবে তখন আগে থেকে জমানো সর এবং তুলে রাখা সর সবটাই একত্রে নিয়ে ছোট চৌকো করে কেটে মেশাতে হবে।কিছুক্ষন নাড়ার পর চিনি মেশাতে হবে। কিছুক্ষন পর নামিয়ে ঠান্ডা করতে হবে।

  2. 2

    মালপোয়া বানানোর জন্য:-
    সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে নিতে হবে।কিছুক্ষন ঢেকে রাখতে হবে। কড়াইতে ঘী গরম হলে একটু করে ব্যাটার ঢেলে দিতে হবে। দুপিঠ লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার এগুলোকে ঠান্ডা করতে হবে।

  3. 3

    রাবড়ি সহযোগে ক্ষীরের মালপোয়ার উপর ভাজা কাজু - কিসমিস, খোয়াক্ষীর ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes