বাদামি কালাকান্দ (Badami kalakand recipe in Bengali)

Sinchita Pal Chatterjee
Sinchita Pal Chatterjee @Sinchita18

আমার পরিবারে খাবার পর মিষ্টি খাবার চল আছে। মিষ্টি খেতে খুবই ভাল লাগলেও ডাক্তার সাহেবের বিভিন্ন বিধি নিষেধ এর জেড়ে অন্য উপায় খুঁজতে হয়। সেই রকম উপায় খুঁজতেই একটি নতুন সুগার ছাড়া মিষ্টি বানিয়ে ফেললাম। মিষ্টিটিতে বাদাম এর গুণাবলী গুলোর জন্য এইটি আমার বেশ পছন্দের মিষ্টি।
#আমারপ্রিয়রেসিপি
#HETT

বাদামি কালাকান্দ (Badami kalakand recipe in Bengali)

আমার পরিবারে খাবার পর মিষ্টি খাবার চল আছে। মিষ্টি খেতে খুবই ভাল লাগলেও ডাক্তার সাহেবের বিভিন্ন বিধি নিষেধ এর জেড়ে অন্য উপায় খুঁজতে হয়। সেই রকম উপায় খুঁজতেই একটি নতুন সুগার ছাড়া মিষ্টি বানিয়ে ফেললাম। মিষ্টিটিতে বাদাম এর গুণাবলী গুলোর জন্য এইটি আমার বেশ পছন্দের মিষ্টি।
#আমারপ্রিয়রেসিপি
#HETT

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সাড়ে চার ঘণ্টা
ছয় জন
  1. 800 মিলি দুধ
  2. 800মিলি দুধ ছানার জন্য
  3. 15টি পেস্তা কুচি করা
  4. 60গ্রাম আলমন্ড গুঁড়ো
  5. 60গ্রাম আখরোট গুঁড়ো
  6. 1 চা চামচভিনিগার
  7. 2টেবিল চামচকোকো পাউডার

রান্নার নির্দেশ সমূহ

সাড়ে চার ঘণ্টা
  1. 1

    একটি ভারী তলা পাত্র নিয়ে তাতে আটশত মিলি দুধ দিয়ে মাঝারি আঁচ এ বসিয়ে দিলাম। অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত দুধের পরিমাণ অর্ধেক হচ্ছে। সবসময় খেয়াল রাখতে হবে যাতে দুধ পাত্রের নীচে লেগে না যায়ে।আমার প্রায় আড়াই ঘন্টা লেগেছে এই ধাপে।

  2. 2

    অন্য একটি পাত্র নিয়ে তাতে আরও আটশত মিলি দুধ গরম বসলাম। দুধে বলক এলে তাতে ভিনিগার দিয়ে ছানা কেটে নিলাম। আঁচ বন্ধ করে ছানা জল ঝড়তে দিলাম।

  3. 3

    দুধ যখন অর্ধেক হয়ে যাবে তখন একটা ছড়ানো পাত্র আঁচ এ বসিয়ে হালকা গরম করে তাতে জল ঝড়ানো ছানা দিলাম। এবার একটু করে ঘন করা দুধ যোগ করে ছানা ভালো করে পাকাতে হবে।এই সময় এক এক করে আমন্ড, আখরোট গুঁড়ো আর পেস্তা কুচি মেশাতে হবে। সাথে অল্প করে দুধ যোগ করে পাকাতে হবে। সব যোগ করা হয়ে গেলে বাকি দুধ একবার দিয়ে দিলাম আর পাকালাম যতক্ষণ না মিশ্রণ টা পাত্র থেকে ছেড়ে ছেড়ে আসছে। আঁচ সবসময় মাঝারি থাকবে। যখন মিশন টি হয়ে এসেছে তখন আঁচ বন্ধ করে কোকো পাউডার যোগ করে ভালো ভাবে মিশিয়ে দিলাম।

  4. 4

    এবার একটি চৌকো পাত্র নিয়ে পাত্রের তলায় একটা বাটার পেপার দিলাম। একটু ঘি বারশ করে বানানো মিশন টি ঠেলে দিলাম। এখন আধ ঘন্টা ঘরের তাপমাত্রার আরো চল্লিশ মিনিট ফ্রিজ এ রাখলাম। তারপর বেড়ে করে চৌকো আকার এ কেটে উপর এ পেস্তা কুচি আর একটু কোকো পাউডার দিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sinchita Pal Chatterjee

Similar Recipes