কালাকান্দ(kalakand recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#ebook2

নববর্ষ বছরের সুচনা বাঙালি ঘরে ঘরে মিষ্টি মুখ কালাকান্দের তুলনা হয়না।

কালাকান্দ(kalakand recipe in Bengali)

#ebook2

নববর্ষ বছরের সুচনা বাঙালি ঘরে ঘরে মিষ্টি মুখ কালাকান্দের তুলনা হয়না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৫জনের জন্য
  1. ১ লিটার দুধ
  2. ২ টেবিল চামচ পাতি লেবুর রস
  3. ৪ টেবিল চামচ চিনি
  4. ১/২ চা চামচ গাওয়া ঘি
  5. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  6. ৪-৫ টি আলমন্ড কুচি সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে এক লিটার দুধ ফুটিয়ে ঘন করে হাপ লিটার করে নিতে হবে। এবার দু টেবিল চামচ লেবুর রস দুধের মধ্যে দিয়ে দিতে হবে।

  2. 2

    এরপর দুধের মধ্যে একটু দানা দানা হয়ে আসবে, এইভাবে আরও কিছুক্ষণ ফোটানো পর চার টেবিল চামচ চিনি ও হাপ চা চামচ এলাচ গুঁড়ো ও হাপ চা চামচ গাওয়া ঘি দিয়ে নারাচারা করে কড়াতে লেগে যাওয়ার আগে একটি পাত্রে ঘি ব্রাস করে ঢেলে নিতে হবে। তারপর ঠান্ডা হলে ঢাকা দিয়ে নরমাল টেম্পারেচারে তিন চার ঘন্টা রাখতে হবে।

  3. 3

    তিন -চার ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে পিস্ করে কেটে নিতে হবে। এবার পিস গুলির উপর অ্যালমন্ড কুচি সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (8)

Similar Recipes