চিজি মাস্টার্ড স্যান্ডুইচ (Cheesy mustard sandwich recipe in Bengali)

Sinchita Pal Chatterjee
Sinchita Pal Chatterjee @Sinchita18

কখনো সখনো ছুটির দিন এ এই স্যানডুইচটি বানিয়ে থাকি পরিবারের জন্য। পেপার এর ঝাল এর সাথে মাস্টার্ড সস এর কম্বিনেশন টা খুব ভালো লাগে। বিকাল বেলার স্যান্ডেল এর খাওয়া যায়।
#আমারপ্রিয়রেসিপি
#HETT

চিজি মাস্টার্ড স্যান্ডুইচ (Cheesy mustard sandwich recipe in Bengali)

কখনো সখনো ছুটির দিন এ এই স্যানডুইচটি বানিয়ে থাকি পরিবারের জন্য। পেপার এর ঝাল এর সাথে মাস্টার্ড সস এর কম্বিনেশন টা খুব ভালো লাগে। বিকাল বেলার স্যান্ডেল এর খাওয়া যায়।
#আমারপ্রিয়রেসিপি
#HETT

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

ত্রিরিশ মিনিট
দুইজন
  1. 1/4মাঝারি পেঁয়াজ
  2. 3টিহায্লাপিনো পিপার
  3. 1টেবিল চামচমাস্টার্ড সস
  4. পরিমান মতোমজেরেলা চিজ
  5. 8টাব্রাউন ব্রেড

রান্নার নির্দেশ সমূহ

ত্রিরিশ মিনিট
  1. 1

    ব্রেড গুলো তাওয়াতে হালকা সেকে নিলাম।

  2. 2

    পেঁয়াজ ও পেপার কুচি করে নিলাম

  3. 3

    দুটি সেকা ব্রেড এ মাস্টার্ড সস লাগালাম। এখন একটি ব্রেড এ কুচি করা সব্জি দিলাম। উপর এ স্রেডেড মজেলেলা চিজ দিলাম। এবার অন্য একটি ব্রেড দিয়ে চাপা দিয়ে স্যানডুইচ এর আকার এ গড়ে নিলাম। একে একে বাকি সব কটা গড়ে নিলাম।

  4. 4

    এখন ভালো ভাবে সেকে নিলাম। যাতে চিজ গলে ব্রেড দুটি জোড়া লেগে যায়।
    তৈরী হয়ে গেল চিজি-মাস্টার্ড স্যানডুইচ।
    প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sinchita Pal Chatterjee

Top Search in

Similar Recipes