চীজি এগপ্লান্ট চিকেন (cheesy eggplant chicken recipe in Bengali)

Sinchita Pal Chatterjee
Sinchita Pal Chatterjee @Sinchita18

#আমারপ্রিয়রেসিপি
#HETT
এই রেসিপি টা আমার ও আমার কর্তা মশাই দুজনের ই খুব পচ্ছন্দ। গার্লিক চাউ এর সাথে মাঝেমধ্যে বানাই। বেগুন আর মারিনারা সস এর মেলবন্ধন এ এক অদ্ভুত স্বাদ তৈরী হয়ে।

চীজি এগপ্লান্ট চিকেন (cheesy eggplant chicken recipe in Bengali)

#আমারপ্রিয়রেসিপি
#HETT
এই রেসিপি টা আমার ও আমার কর্তা মশাই দুজনের ই খুব পচ্ছন্দ। গার্লিক চাউ এর সাথে মাঝেমধ্যে বানাই। বেগুন আর মারিনারা সস এর মেলবন্ধন এ এক অদ্ভুত স্বাদ তৈরী হয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

একশত পাঁচ মিনিট
দুই জন
  1. 1 টিচিকেন ব্রেস্ট পিস একটি
  2. 1 মুঠোধনেপাতা
  3. 2 টিপেঁয়াজ কলি দু
  4. 5টেবিল চামচ ব্রেডক্রাম্ব
  5. 1/2 চা চামচ স্মোক্ড প্যাপরিকা
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো
  8. প্রয়োজন অনুযায়ীঅলিভ ওয়েল ব্রাশ করার জন্য
  9. 1/2 বেগুন
  10. 1/4পেঁয়াজ
  11. 5 টেবিল চামচফেটা চীজ
  12. 7 টেবিল চামচমজারেলা চীজ
  13. 9 টেবিল চামচমারিনারা সস
  14. প্রয়োজন অনুযায়ীইতালিয়ান সিজনিং
  15. 1 মুঠোপার্সলেপাতা

রান্নার নির্দেশ সমূহ

একশত পাঁচ মিনিট
  1. 1

    চিকেন চপ তৈরী:
    চিকেন ব্রেস্ট পিসটা ছোটো ছোটো টুকরো করে ভালো ভাবে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম যাতে কোনও শক্ত কিছু না থাকে। এখন চিকেন এর সাথে এক মুঠো ধনেপাতা, পেঁয়াজ কলি কুচি, সামান্য নুন, স্মোক্ড পায্পরিকা আর ব্রেডক্রাম্স মিশিয়ে একটা মন্ড তৈরী করলাম। মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে চ্যাপ্টা আকার এ গড়ে নিলাম।
    এখন একটি ব্যেকিং ট্রেন তে পারচ্মেন্ট কাগজ দিয়ে চ্যাপ্টা আকার এ গড়ে রাখা চিকেন বল গুলো সাজালাম।

  2. 2

    এখন চারশো ডিগ্রি ফারেনহাইট এ প্রিহিটেড ওভেন এ চল্লিশ মিনিট রাখলাম। যখন ই এক পিঠ বাদামি হবে সাথেসাথে উল্টে দিতে হবে। চল্লিশ মিনিট পর তৈরি চিকেন চপ।

  3. 3

    বেগুন তৈরী:
    একটি বড় সাইজের বেগুন কে ভালো ভাবে ধুয়ে মাঝ বরাবর কেটে নিলাম। এবার লম্বা লম্বা ভাবে মাঝারি থিকনেস এ কেটে নিলাম।
    এখন একটি বেকিং ট্রেতে বেগুন গুলো পাতালা। অলিভ ওয়েল ব্রাশ করে দিলাম। উপর থেকে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, ইতালিয়ান সিজ্নিং দিলাম।

  4. 4

    এখন চারশো ডিগ্রি ফারেনহাইট এ প্রিহিটেড ওভেন এ পঁচিশ মিনিট রাখলাম।
    পঁচিশ মিনিট পর বের করে আনলাম। বেক হওয়ার পর বেগুনটি ছবির মত দেখতে হবে।
    (বীজ ছাড়া বেগুন হলে খুব ভালো হয়ে।)

  5. 5

    পেঁয়াজ ছোটোকুচি করে নিলাম।
    এখন একটি বেকিং ট্রে তে ছয় চামচ মারিনারা সস দিয়ে একটা বেডিং মত করলাম।

  6. 6

    এখন বেক করা বেগুন এর উপর এক টেবিল চামচ ফেটাচিজ, সামান্য পেঁয়াজ কুচি, বানিয়ে রাখা চিকেন চপ দিয়ে রোল বানালাম।
    (চপ এর সাইজ খুব বড় করা যাবে না।
    পেঁয়াজ ও ফেটাচিজ এমন পরিমাণ এ দিলাম যাতে রোল করার সময় বেগুন ফেটে না যায়ে)।
    এক এক করে সব গুলো গড়ে নিলাম।
    এখন বেগুন এর রোল গুলো মারিনারা সস বেডের ওপর রাখলাম। রোল এরখোলা মুখ নীচের দিকে থাকবে। বেগুন উপর থেকে আধাটেবিল চামচ মারিনারা সস, দেড়টেবিল চামচ মজেরেলা চিজ, পার্সলে পাতা দিলাম। ছবির মত দেখতে হবে।

  7. 7

    এখন সাজানো বেকিং ট্রে টি চারশো ডিগ্রি ফারেনহাইট এ প্রিহিটেড ওভেন এ কুড়ি মিনিট রাখলাম।
    কুড়ি মিনিট পর বের করে আনলাম বেকিং ট্রে টি।তৈরী হয়ে গেল চিজি এগপ্লায্ন্ট-চিকেন।
    পরিবেশন করলাম গার্লিক চাউ এর সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sinchita Pal Chatterjee

Similar Recipes