গ্রিল সাবুদানা স্যান্ডউইচ (Grill Sabudana sandwich recipe in Bengal)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#HR
হোলি মানেই রঙ এর উৎসব। সেখানে খাওয়া দাওয়া হবে নানারকম। একটু অন্যরকম স্ন্যাক্স নিয়ে এসেছি আজ হোলি উৎসব এ।

গ্রিল সাবুদানা স্যান্ডউইচ (Grill Sabudana sandwich recipe in Bengal)

#HR
হোলি মানেই রঙ এর উৎসব। সেখানে খাওয়া দাওয়া হবে নানারকম। একটু অন্যরকম স্ন্যাক্স নিয়ে এসেছি আজ হোলি উৎসব এ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জন
  1. ১কাপসাবুদানা
  2. ২টিমাঝারি আলু
  3. ১/৪কাপপেঁয়াজ কুচি
  4. ২টেবিল চামচধনেপাতা কুচি
  5. ১ টেবিল চামচকাঁচালঙ্কা কুচি
  6. ১ টেবিল চামচ আদা গ্রেট করা
  7. স্বাদমতোবিট নুন
  8. ১চা চামচচিলি ফ্লেক্স
  9. ৮ /১০টি চিজ কিউব
  10. ১ চা চামচ সাদা তেল (গ্রিলার এ লাগাবার জন্য)
  11. পরিমাণ মত চাটনী বা সস
  12. ১ টেবিল চামচচাট মশলা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সাবুদানা ধুয়ে ২ঘণ্টা মতো ১ টি চালনি তে জল ঝড়ার জন্য রাখতে হবে। বাকি । পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, কাঁচ লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সেদ্ধ আলু গ্রেট করা,নুন ও বাকি গুঁড়ো মসলা একসাথে মেখে নিতে হবে চীজ আলাদা রেখে।

  2. 2

    স্যান্ডউইচ গ্রীলার এর দুই পিঠ এ তেল লাগিয়ে তারওপর সাবুদানা মাখা রেখে মধ্যে খানে চীজ কিউব রেখে ওপর থেকে সাব দানা মাখা দিয়ে ঢেকে গ্রিলারের ওপরের দিক টা চেপে বন্ধ করে দিতে হবে।

  3. 3

    গ্রীলার কম আঁচে গ্যাসে রেখে ২দিক উল্টা পাল্টা করে সেঁকে নিতে হবে ১০/১২ মিনিটের মতো। শেষে হাই আঁচে সেঁকে নিতে হবে লালচে সোনালী রঙের হওয়া পর্যন্ত। একটি প্লেটে রেখে নিতে হবে। ১ টি ছুরির সাহায্যে স্যান্ডউইচ এর আকারে কেটে প্লেটে সাজিয়ে পরিবেশন করে দেখুন অতিথি আপ্যায়নে মজা এসে যাবে। হোলির রঙ আর আমাদের মনের রঙ ২ গুনা হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes