বাঙালি পাঁঠার মাংসের ঝোল (bangali pathar mangsher jhol recipe in Bengali)

Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি

#nv
#week3
বাঙালির ভুরিভোজের একটি অন্যতম প্রিয় রেসিপি পাঁঠার মাংস তা সে রবিবার দুপুরে গরম ভাতেই হোক বা অতিথি আপ্যায়নে. আজ আমি আমার প্রিয় পাঁঠার মাংসের ঝোল রেসিপি শেয়ার করছি.

বাঙালি পাঁঠার মাংসের ঝোল (bangali pathar mangsher jhol recipe in Bengali)

#nv
#week3
বাঙালির ভুরিভোজের একটি অন্যতম প্রিয় রেসিপি পাঁঠার মাংস তা সে রবিবার দুপুরে গরম ভাতেই হোক বা অতিথি আপ্যায়নে. আজ আমি আমার প্রিয় পাঁঠার মাংসের ঝোল রেসিপি শেয়ার করছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিঃ
৪-৫
  1. ১কেজি কচি পাঁঠার মাংস
  2. ৪ টা আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে কাটা
  3. ১টা বড় পেঁয়াজ (কুচনো)
  4. ৩ টা পেঁয়াজ বাটা
  5. ২ টেবিল চামচ রসুন বাটা
  6. ৩ টেবিল চামচ আদা বাটা
  7. ১ টেবিল চামচ জিরা বাটা
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ২ চা চামচ শুকনো লঙ্কা বাটা
  11. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  12. ২ টেবিল চামচ টক দই
  13. ১ ইঞ্চি দারচিনি
  14. ৪-৫ টা ছোট এলাচ
  15. ৩ টা লবঙ্গ
  16. ৩ টা তেজপাতা
  17. ১ চা চামচ সাদা জিরা
  18. ১/২ কাপ সর্ষের তেল
  19. ১ টেবিল চামচ ঘি
  20. স্বাদ মত নুন ও চিনি
  21. ১/২ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  22. ১/২ চা চামচ দারচিনি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিঃ
  1. 1

    প্রথমে একটি পেঁয়াজের বেরিস্তা বানিয়ে বেটে নিতে হবে. আলু ভেজে তুলে নিতে হবে.
    মাংস দই, নুন, আর্ধেক আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, ধনে গুঁড়ো দিয়ে অন্তত ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা ও হলুদ গুঁড়ো নাড়তে থাকুন। এ বার আদা-রসুন বাটা দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না মসলায় তেল বেরিয়ে আসছে.

  2. 2

    এবার এই তেল বের হওয়া মসলায় ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে কষাতে থাকুন. ৭-৮ মিনিট পর ভাজা আলু ও বেরেস্তা মিশিয়ে আন্দাজমতো নুন দিয়ে আরো কিছুক্ষন নাড়িয়ে নিন.

  3. 3

    মাংস জল ছাড়তে শুরু করলে সবশুদ্ধ প্রেশার কুকারে ঢেলে দিন। কতটা ঝোল প্রয়োজন সেই বুঝে জল দিন। প্রেশার কুকার চাপা দিয়ে ১০-১২টা হুইসল পর্যন্ত সিদ্ধ করুন। স্টিম বের করে দিয়ে ঢাকনা খুলুন। ৭-১০ মিনিট একদম ঢিমে আঁচে রাখুন। কতটা ঝোল চান সেই অনুযায়ী ঠিক করে নিন আঁচে কতক্ষণ রাখবেন। মাংস সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। গরম ভাতে পরিবেশন করুন স্যালাড সহযোগে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি
টিচার, রান্না আমার passion
আরও পড়ুন

Similar Recipes