রবিবারের লাল মাংসের ঝোল (lal mangsher jhol recipe In Bengali)

Shrabanti Banik
Shrabanti Banik @cook_26765123
Noida extension, Gaur city. UP

#week3
#ebook6
আজ আমি বানালাম আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারের "রোববার এর সামান্য বিলাসিতা"।
ছোটবেলায় রবিবার মানে মাংস। আর মায়ের হাতের সেই লাল লাল ঝোল। সেই গন্ধ যেমন ভোলার নয়,অত সুন্দর ভাবে রান্না করতেও হয়তো পারি না।

রবিবারের লাল মাংসের ঝোল (lal mangsher jhol recipe In Bengali)

#week3
#ebook6
আজ আমি বানালাম আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারের "রোববার এর সামান্য বিলাসিতা"।
ছোটবেলায় রবিবার মানে মাংস। আর মায়ের হাতের সেই লাল লাল ঝোল। সেই গন্ধ যেমন ভোলার নয়,অত সুন্দর ভাবে রান্না করতেও হয়তো পারি না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2-3 জনের জন্য
  1. 500 গ্রামচিকেন
  2. 4-5 টুকরোআলু
  3. 1 কাপটক দই
  4. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মসলা (1 ইন্চি দারচিনি, 5টা এলাজ, 5টা লবঙ্গ, 4 গোলমরিচ)
  5. 3 টাপেঁয়াজ কুচি
  6. 4 চা চামচআদা রসুন বাটা
  7. 2 টোটমাটো কুচি
  8. 1 চা চামচ নুন
  9. পরিমাণ মতগুঁড়ো মশালা ( ধনে , লঙ্কা , জিরা গুঁড়ো )
  10. 5 টেবিল চামচ সর্ষের তেল
  11. 1 টেবিল চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে আদা রসুন এর পেস্ট দিয়ে মাংস টা ভালো করে মাখিয়ে 30 মিনিট রেখে দিন।এবার একটা ছোটো হামলদিস্তা য গোটা গরম মশালা গুলো একটু ভেঙ্গে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা আর টুকরো গরম মশালা দিযে দিন। যখন গন্ধ বের হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিন।

  2. 2

    এবার একটু কাশ্মীরী লাল লঙ্কা গুড়ো দিয়ে পেঁয়াজ গুলো ভালো করে ভাজা হয়ে এলে তাতে টমেটো কুচি আর বাকি গুড়ো মশালা মিশিয়ে নিন। ঢাকা দিয়ে রান্না করুন সীম্ আঁচে কিছু ক্ষণ।

  3. 3

    তেল বেরিয়ে আসলে ম্যারিনেট করা মাংস দিয়ে আঁচ বাড়িয়ে কষতে থাকুন। এবার টক দই ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিন। নুন পরিমাণ মতো দিন। এবার ঢাকনা দিয়ে সীম্ আঁচে হতে দিন।

  4. 4

    এবার অন্য কড়াইয়ে আলু গুলো লাল করে ভেজে তুলে নিন। 10 মিনিট পর মাংস ভালো করে কষানো হলে আলু মিশিয়ে নিন। অল্প গরম জল দিয়ে এর একটু হতে দিন যতক্ষণ না আলু আর মাংস নরম না হয়। এবার উপর দিয়ে ঘী ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিন।

  5. 5

    এবার গরম গরম ভাত,নিম পাতা ভাঁজা, বেগুন ভাজা আর ডাল, চাটনি র সাথে লাল ঝোল মাংস দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shrabanti Banik
Shrabanti Banik @cook_26765123
Noida extension, Gaur city. UP
https://youtu.be/uAMrU9mYLvg
আরও পড়ুন

Similar Recipes