চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

Bithika Das
Bithika Das @cook_29284459

চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 700 গ্রামমুরগির মাংস
  2. 3 টিবড় পেঁয়াজ
  3. 1 চা চামচবিরিয়ানি মসলা
  4. 1/2 চা চামচগরম মশলা
  5. 1.5 চা চামচআদা রসুন বাটা
  6. 1/2 চা চামচদুটি কাঁচা লঙ্কা কুঁচি
  7. স্বাদ মতনুন
  8. 2টেবিল চামচ গোলাপ জল
  9. 1.5টেবিল চামচ কেওড়া জল
  10. পরিমাণ মতমিঠা আতর
  11. 1 টুকরোদারুচিনি
  12. 1 টাবড় এলাচ
  13. 3 টিছোট এলাচ
  14. 3-4 টিলবঙ্গ
  15. 1/2জায়ফল
  16. 1 টাজয়িত্রী
  17. 60 গ্রামঘি
  18. 5-6টেবিল চামচ টকদই
  19. 2 টোশুকনো লঙ্কা বাটা
  20. 1/4 চা চামচসা জিরে
  21. 500 গ্রামবিরিয়ানি চাল
  22. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  23. 5-6 টিগোটা তেজ পাতা
  24. 2 টোসেদ্ধ ডিম
  25. 2 টিহাফ করে রাখা আলু

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পেঁয়াজ গুলি লম্বা লম্বা করে কেটে প্রথমে কম আঁচে তারপর আঁচ বাড়িয়ে বেরেস্তা করে ভেজে নিতে হবে

  2. 2

    চিকেন নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো এবং টক দই ফেটিয়ে নিয়ে মেখে নিন

  3. 3

    এবার প্যানে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন

  4. 4

    আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে চিকেন দিয়ে দিন এবং লাল লঙ্কার গুঁড়ো নুন হলুদ ও টমেটো দিয়ে কষিয়ে নিন

  5. 5

    এবারে ভাত তৈরি করে নিন এবং বড় ছড়ানো পাত্রে চিকেন দিয়ে দিন ওপরে ভাত দিয়ে দিন ঘি গরম করে তাতে বিরিয়ানি মশলা গুঁড়ো আতর গোলাপ জল দিয়ে দম দিতে হবে এবং পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bithika Das
Bithika Das @cook_29284459

Similar Recipes