পটলের ডালনা (Potoler dalna recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#ebook06
#week7
এটি অতি জনপ্রিয় রেসিপি । কম সময়ে বানানো যায় । ভাত , রুটি, পরোটা দিয়ে খেতে দারুণ লাগে ।

পটলের ডালনা (Potoler dalna recipe in bengali)

#ebook06
#week7
এটি অতি জনপ্রিয় রেসিপি । কম সময়ে বানানো যায় । ভাত , রুটি, পরোটা দিয়ে খেতে দারুণ লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
4 জন
  1. 500 গ্রামপটল (খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা)
  2. 2 টিআলু (খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা)
  3. 1 +1টি পেঁয়াজ মিক্সিতে পেস্ট ও কুচি
  4. 1 ইয়াজ+6 কোয়াআদা ও রসুন একসাথে পেস্ট
  5. 1 টিটমেটো পিউরি
  6. 4 টিকাঁচালঙ্কা বাটা
  7. 1/2 চা চামচজিরাগুঁড়ো
  8. 1/2 চা চামচধনেগুঁড়ো
  9. 1/4 চা চামচগোটাজিরা
  10. 2+ 2 টিতেজপাতা,টি শুকনো লঙ্কা
  11. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 1 চা চামচঘি
  13. স্বাদ মতনুন
  14. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  15. 3টেবিল চামচ সর্ষের তেল
  16. 2টি +2 ইঞ্চি +2 টিলবঙ্গ, দারুচিনি, ছোট এলাচ
  17. 1/4 চা চামচচিনি
  18. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    পটল আলু ডুমো করে কেটে, নুন হলুদগুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখতে হবে দশ _ পনের মিনিট ।

  2. 2

    কড়াইতে তেল গরম করে জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ বেরোলে, কুচি করা পিঁয়াজ বাদামি করে ভেজে পটল ও আলু দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ভাজতে হবে ।মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে ।

  3. 3

    ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে । মিক্সিতে পিঁয়াজ পেস্ট করে নিতে হবে । আদা রসুনও পেস্ট করে নিতে ।

  4. 4

    জিরা ধনে হলুদগুঁড়ো একসাথে অল্প জল দিয়ে গুলে রাখতে হবে ।

  5. 5

    আবার কড়াইতে তেল গরম করে গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধ চলে গেলে জলে ভেজানো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ।

  6. 6

    এরপর টমেটো পিউরি দিয়ে কষতে হবে । তেল ছেড়ে এলে ভাজা পটল ও আলু, চিনি দিয়ে নাড়াচাড়া করে এককাপ উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে ও চাপা দিতে হবে ।

  7. 7

    7 - 8 মিনিট পর হয়ে গেলে ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ও ঘী ছড়িয়ে নাড়াচাড়া করে 5 মিনিট চাপা দিয়ে রাখতে হবে । এবার পরিবেশনের জন্য তৈরী গরম গরম পটলের ডালনা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes