রসগোল্লার পা য়েস (Rasgulla kheer recipe in bengali)

Puja Shaw
Puja Shaw @Puja_26602612

মিসটি রেসিপি

রসগোল্লার পা য়েস (Rasgulla kheer recipe in bengali)

মিসটি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০মিনিট
৮ জন
  1. ৪০০ গ্রাম ছানা
  2. ২কেজি দুধ
  3. ১ টেবিল চামচ এলাচ গুঁড়ো
  4. ১ টেবিল চামচ পেস্তা কুচি
  5. ১ চিমটে কেশর
  6. স্বাদমতোচিনি
  7. পরিমাণ মতো জল
  8. ১টেবিল চামচ কাজু কুচি

রান্নার নির্দেশ সমূহ

৬০মিনিট
  1. 1

    সর্বপ্রথম ছানাটাকে ভাল করে জল বের করে নেব আর ছানা কে ভালো ভাবে মেখে নিতে হবে এবার ছানার থেকে ছোট ছোট গোল করে নিতে হবে।

  2. 2

    এবার পরিমাণমতো চিনি দিয়ে তার মধ্যে জল দিয়ে দেব আর চাসনি তৈরি করব চাসনি টা যখন ভালো করে ফুটবে আর একটু গাঢ় হয়ে গেলে ছানা বানানো গোলকে চাসনীতে দিয়ে দেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে

  3. 3

    এবার যখন দেখা যাবে যে ছানা দিয়ে বানানো বলগুলো ডবল হয়ে গেছে বা বড় হয়ে গেছে তখন কম আজ করে রসগোল্লাকে ঢাকার অবস্থা তেই না বিয়ে নিয়ে রেখে নিতে হবে এবার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে

  4. 4

    একদিকে 2 কেজি দুধ টাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি রসগোল্লা টা কে বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ফুটে গেলে পরিমাণমতো চিনি এলাচ গুঁড়ো কাজু কুচি পেস্তাকুচি আর কেশর দিয়ে ছড়িয়ে নামিয়ে নিতে হবে আমি এই টা মায়ের রেসিপি দিয়ে বানিয়েছি এবার পরিবেশন করার জন্য রসগোল্লার পাইস তৈরি আছে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Shaw
Puja Shaw @Puja_26602612

Similar Recipes