ফ্রায়েড রাইস(Fried Rice Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#ebook06
#week8
এবারের মিষ্ট্রিবক্স থেকে ফ্রাইডরাইস বেছে নিলাম।

ফ্রায়েড রাইস(Fried Rice Recipe In Bengali)

#ebook06
#week8
এবারের মিষ্ট্রিবক্স থেকে ফ্রাইডরাইস বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪জন
  1. ৪০০ গ্রাম দুধের সর চাল
  2. ১টি ক‍্যাপসিকাম মাঝারি টুকরোয় কাটা
  3. ১টা গাজর একটু লম্বা আকারে পাতলা করে কেটে নেওয়া
  4. ১৪-১৫টি বিন্সবড় টুকরো করে কেটে নেওয়া
  5. ২টো কাঁচা লঙ্কা
  6. ৪-৫টি তেজপাতা
  7. ১/৪কাপ কাজু ও কিসমিস
  8. স্বাদ অনুযায়ীনুন ও চিনি,চিনি গুঁড়ো করে নিয়েছি
  9. ৮টিলবঙ্গএলাচ
  10. ৪টৈতেজপাতা
  11. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. ১ চা চামচ আদা বাটা
  13. প্রয়োজন মতো ঘি ও সাদা তেল
  14. ১/২ চা চামচ লেবুর রস
  15. ১ চা চামচগরমমশলা গুঁড়ো
  16. ২টুকরোদারুচিনি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে চাল ৩০ মিনিট মতো ভিজিয়ে রেখে জল ঝড়িয়ে নিলাম।হাড়িতে জল বসিয়ে তেজপাতা, ৩টে এলাচ,লবঙ্গ৪টে,দারচিনি টুকরোও ১চামচ নুনও লেবুর রস দিয়ে জল টগবগ করে ফুটে উঠলে চালদিয়ে ৯০% ভাত করে নেবো।একটা বড় ছাকনি তে ভাত জল ঝড়িয়ে ঠান্ডা করে নেবো।

  2. 2

    এবার কড়াইয়ে ৪ চামচ তেল ও ১চামচ ঘি গরম করে আলাদা আলাদা করে বিনস,গাজর ও ক‍্যাপসিকাম ভেজে নেবো, ক‍্যাপসিকামের সঙ্গে লঙ্কা দিয়ে ভেজে নেবো।কাজু ও কিসমিস ও ভেজে তুলে নেবো।

  3. 3

    এবার ঐ তেলের মধ্যে ২চামচ ঘি দিয়ে আদাবাটা দিয়ে ভালো করে ভেজে ভাত দিয়ে, স্বাদ অনুযায়ী নুন,চিনি, গোলমরিচ গুড়ো দিয়ে নাড়াচাড়া করে ভাজা সবজি ও কাজু ও কিসমিস দিয়ে মিনিট তিনেক ভালো করে নাড়াচাড়া করে ১চামচ গরমমশলা ও ১চামচ ঘি দিয়ে নামিয়ে নেবো।

  4. 4

    এবার গরম গরম ফ্রায়েড রাইস সার্ভ করুন স‍্যালাড ও মাংস বা ঝাল আইটেমের সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

মন্তব্যগুলি (30)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad
দারুণ হয়েছে, আমি ও বানিয়ে ফেললাম।

Similar Recipes