ডাল তরকা(Dal tadka recipe in Bengali)

Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

ডাল তরকা(Dal tadka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০মিনিট
৬জনের জন্য
  1. ১কাপ+ ৪চা চামচঅড়হর ডাল,মসুরডাল
  2. ২টিপেঁয়াজ কুচি
  3. ২টিটমেটো কুচি
  4. ২টিকাঁচা লঙ্কা কুচি
  5. ১চা চামচআদা বাটা
  6. ৪-৫কোয়ারসুন কুচি
  7. ১চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  8. ১/২চা চামচগরম মশলা
  9. ১ চিমটিহিং
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. স্বাদ মতনুন
  12. ফোঁড়নের জন্য
  13. ২টিশুকনো লঙ্কা
  14. ১চা চামচজিরে
  15. ১/২ চা চামচ আদা কুচি
  16. ১ চা চামচ হিং
  17. ৩-৪কোয়ারসুন
  18. ১চা চামচধনেপাতা
  19. ১চা চামচতেল
  20. ১ চা চামচবাটার / মাখন

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০মিনিট
  1. 1

    ডাল তিন চারবার ধুয়ে জলে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট।

  2. 2

    গ্যাস জ্বালিয়ে কুকার বসিয়ে ডাল পেঁয়াজ কুচি টমেটো কুচিকাঁচা লঙ্কা কুচি রসুন কুচি শুকনো লঙ্কা গুঁড়ো হিং ধনেপাতা নুন হলুদ ২ ১/২ কাপ জল ঢেলে সব নেড়ে কুকারের ঢাকনা লাগিয়ে ৬/৭টা হুইসেল দিন।

  3. 3

    কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে ডাল ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নিন।

  4. 4

    ডাল ঘুটে গরম মশলা মিশিয়ে নিন।

  5. 5

    একটি বড়ো হাতাতে তেল ও বাটার গরম করে জিরে আদা টুকরো শুকনো লঙ্কা রসুন কুচি হিং শুকনো লঙ্কা গুঁড়ো ফোড়ন দিয়ে কু কারে ঢেলে মিশিয়ে নিন।

  6. 6

    গ্যাসে কুকার বসিয়ে অল্প আঁচে ২/৩মিনিট ফোটাবেন।

  7. 7

    ডাল তড়কা একটি পা ত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

Similar Recipes