গোলবাড়ি কষা মাংস (golbari kosha mangsho recipe in Bengali)

Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

গোলবাড়ি কষা মাংস (golbari kosha mangsho recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪জন
  1. ৮০০গ্রাম মাংস
  2. ১কাপ টক দই
  3. ৩টা বড় পেঁয়াজ
  4. ২চা চামচ আদা বাটা
  5. ২চা চামচ রসুন বাটা
  6. প্রয়োজন অনুযায়ী গোটা গরমমশলা ও তেজপাতা
  7. স্বাদ মত নুন
  8. ২+২+২ চা চামচ হলুদ,লঙ্কা,জিরা গুঁড়ো
  9. ১কাপ চায়ের লিকার
  10. ১/৪ চা চামচ চিনি
  11. ২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. ১কাপ সর্ষের তেল ভালো করে

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    👉প্রথমে চিকেন ভালো করে ধুয়ে তাতে,দই,অল্পআদাবাটা,পেঁয়াজবাটা,
    রসুনবাটা,গোলমরিচ গুড়া,নুন হলুদ,মাখিয়ে ৩০মিনিট ম‍্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    👉কড়াতে তেল গরম করে কুচানো পিয়াজ ব্রাউন করে ভেজে(বেরেস্তা)তুলে রেখে,পরে থাকা তেলটাতেই তেজপাতা ও গোটা গরমমশলাফোরণ দিতে হবে।

  3. 3

    👉এবার ঐ তেলেই অল্প চিনি দিয়ে,একে একে অবশিষ্ট পেয়াজ,আদা,রসুন বাটা,দিয়ে কষিয়ে নিয়ে সমস্ত গুড়া মশালা গুলোদিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    👉বেরেস্তা কে পেষ্টকরেনিতে হবে।এবার ম‍্যারিনেটে করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে,অল্প আচেঁ বারবার নেড়েচেড়ে,না হলে কড়াইয়ে লেগে যেতে পারে।

  5. 5

    👉আগে যেহেতু নুন দিয়ে ম‍্যারিনেট করাহয়েছিল তো নুন টা,তাই চেখে দেখেই বাকী নুনটা দিতে হবে।আর বেরেস্তা বাটাটা মিশিয়ে নিতে হবে।

  6. 6

    👉১কাপ জলে ১চামচ দানা চা দিয়ে ভালো করে ফুটিয়ে চায়ের লিকার বানিয়ে নিয়ে,ছেকেঁ জলটা, কষানো হয়ে গেলে মাংসে দিয়ে দিতে হবে।

  7. 7

    👉ভালো করে কষিয়ে কষিয়ে চিকেনটা সিদ্ধ করে নিতে হবে,জলটাও শুকিয়ে নিতে হবে,একটু কালো কালো রঙ ও হয়ে থাকে এই রেসিপির চিকেন টা

  8. 8

    👉তাহলেই গোলবাড়ি কষা মাংস তৈরী,গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

মন্তব্যগুলি (3)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes