তালের বড়া(taler bora recipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#JM
বৈচিত্রের এই দেশে জন্মাষ্টমী পালনের ক্ষেত্রেও নানা নিয়মের কথা জানা যায়। স্থানবিশেষে বদলে যায় জন্মাষ্টমী পালনের রেওয়াজ। এই বঙ্গের বিভিন্ন প্রান্তে রীতির বৈচিত্র ছড়িয়ে রয়েছে।তবে আপামর বঙ্গের সমস্ত ঘরে -ঘরে তৈরী হয় তালের বড়া ।তাই আজ তৈরী করছি তালের বড়া ।

তালের বড়া(taler bora recipe in Bengali)

#JM
বৈচিত্রের এই দেশে জন্মাষ্টমী পালনের ক্ষেত্রেও নানা নিয়মের কথা জানা যায়। স্থানবিশেষে বদলে যায় জন্মাষ্টমী পালনের রেওয়াজ। এই বঙ্গের বিভিন্ন প্রান্তে রীতির বৈচিত্র ছড়িয়ে রয়েছে।তবে আপামর বঙ্গের সমস্ত ঘরে -ঘরে তৈরী হয় তালের বড়া ।তাই আজ তৈরী করছি তালের বড়া ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
১০ জন
  1. ১ টি তাল (পিউরি করা)
  2. ১ কাপ ময়দা
  3. ১ কাপ চালের গুঁড়ো
  4. ১/২ কাপ সুজির গুঁড়ো
  5. ২ কাপ চিনি
  6. ১ কাপ নারকেল কোরা
  7. ২-৪ টি বড় এলাচ ও ছোট এলাচ গুঁড়ো
  8. ২ চা চামচ মৌরি গুঁড়ো
  9. ১/২ চা চামচ নুন
  10. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে ১ টি তালের পিউরি নিতে হবে । এবার তাতে ১ কাপ ময়দা দিতে হবে ।

  2. 2

    তারপর তাতে ১ কাপ চালের গুঁড়ো, ১/২ কাপ সুজির গুঁড়ো ও ২ কাপ চিনি দিতে হবে ।

  3. 3

    এরপর ২-৪ টি বড় এলাচ ও ছোট এলাচ গুঁড়ো ও ২ চা চামচ মৌরি গুঁড়ো দিতে হবে । তারপর তাতে ১/২ চা চামচ নুন দিতে হবে । এবার তাতে ১ কাপ নারকেল কোরা দিতে হবে ।

  4. 4

    সবকটি উপকরন ভাল করে মিশিয়ে ১/২ ঘন্টা ঢেকে রাখতে হবে । এবার সর্ষের তেল গরম করে তাতে তালের মিশ্রণটি থেকে ছোট-ছোট গোলা নিয়ে গরম তেলে ভাজতে হবে ।বড়াগুলো লালচে ভাজা হলে তুলে নিতে হবে ।

  5. 5

    গরম-গরম তালের বড়া গোপাল জী কে নিবেদন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes