তালের বড়া (taler bora recipe in Bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

ঠাকুমার হাতে বানানো তালের বড়া অসাধারণ।

তালের বড়া (taler bora recipe in Bengali)

ঠাকুমার হাতে বানানো তালের বড়া অসাধারণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৭/৮ জন
  1. ১ টা গোটা তাল
  2. ২০০ গ্ৰাম চিনি
  3. ৩০০ গ্ৰাম ময়দা
  4. ৫০ গ্ৰাম সুজি
  5. ১ বাটি (ছোট) নারকেল কোরা
  6. ৫০০ গ্ৰাম সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে তাল ধুয়ে খোসা সাবধানে ছাড়িয়ে নিতে হবে। কারণ তালের খোসাতে খুব ধার ও শক্ত ।

  2. 2

    তারপর হাতের সাহায্যে সামান্য জল দিয়ে তালের আঁঠি আলাদা করে একটু নরম করে নিতে হবে।

  3. 3

    তারপর ঝুরিতে তাল ঘসে তালের কাই বার করে নিতে হবে।

  4. 4

    তারপর তার সঙ্গে ময়দা সুজি চিনি মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  5. 5

    কড়াই এ সাদা তেল দিয়ে গরম করে নিতে হবে। তারপর হাতের সাহায্যে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে বাদামি রঙের করে ভেজে নিতে হবে। প্রথমে আঁচ হাই হিটে গরম করে নিয়ে তারপর একদম কমিয়ে দিতে হবে।

  6. 6

    মৃদু আঁচে মচমচে করে বড়া ভেজে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes