টমেটো, আম সত্ত্ব, খেজুরের চাটনি(Tomato, khejur,aamsatwo chutney recipe in Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#c4
#week4

এই চাটনি রেসিপি টি আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি, যে কোন ভোজ বাড়িতে ও এই রেসিপি টি হয়ে থাকে, এর অপুর্ব টেস্ট। খিচুড়ি, ভাত, রুটি, পরোটা, লুচির সকলের সাথে দারুণ লাগে।

টমেটো, আম সত্ত্ব, খেজুরের চাটনি(Tomato, khejur,aamsatwo chutney recipe in Bengali)

#c4
#week4

এই চাটনি রেসিপি টি আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি, যে কোন ভোজ বাড়িতে ও এই রেসিপি টি হয়ে থাকে, এর অপুর্ব টেস্ট। খিচুড়ি, ভাত, রুটি, পরোটা, লুচির সকলের সাথে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ৪টি টমেটো
  2. ২ টেবিল চামচ আমসত্ত্ব
  3. ২ টেবিল চামচ খেজুর
  4. ১ টেবিল চামচ কাজূ
  5. ১ টেবিল চামচ কিসমিস
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ লবণ
  8. ১/২ চা চামচ পাচফোড়ন
  9. ২ টি শুকনো লঙ্কা
  10. ১/২ কাপ চিনি
  11. ২ টেবিল চামচ সর্ষে তেল বা সাদা তেল
  12. ১ চা চামচ ভাজা মশলার গুঁড়ো
  13. ১ চা চামচ লেবুর রস
  14. ১ ছোট টুকরো আদা গ্ৰেট করা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে টমেটো ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিতে হবে। খেজুরের দানা বের করে লম্বা করে কেটে নিতে হবে, আর বাকি সব জিনিস হাতের সামনে গুছিয়ে রেডি করে নিতে হবে।

  2. 2

    এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে গরম হলে ওর মধ্যে তেল দিয়ে, পাচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা হলে টমেটো ও খেজুর গুলো কড়াই এ দিয়ে নাড়তে হবে লবণ আর হলুদ দিয়ে। এবার ৫ মিনিট চাপা দিয়ে টমেটো একটু সেদ্ধ হতে দিতে হবে।

  3. 3

    ৫ মিনিট পর চাপা খুলে ওর মধ্যে চিনি, কাজু, কিসমিস, আমসত্ব দিয়ে নাড়াচাড়া করে আরও ৫ মিনিট চাপা দিয়ে হতে দিতে হবে।

  4. 4

    ৫ মিনিট পর চাপা খুলে ভালো মতো নেড়েচেড়ে লেবুর রস আর গ্ৰেট করা আদা দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এবার সব শেষে ভাজা মশলার গুঁড়ো (রোস্টেড জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা) দিয়ে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। আমার তৈরি হয়ে গেছে টমেটো, আমসত্ত্ব, খেজুরের চাটনি। (এখানে আমি আদা ইউজ করেছি, কেননা রান্না টার আলাদা একটা মাত্রা চলে আসে, আপনারা চাইলে না ও ইউজ করতে পারেন)

  5. 5

    এবার একটা পাত্রে সাজিয়ে রুটি, পরোটা,ভাত যেকোনো কিছু র সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes