দিল হ্যায় হিন্দুস্থানী পিৎজা (Dil Hyan Hindustani Pizza,,Recipe in Bengali)

Sumita Roychowdhury
Sumita Roychowdhury @Sumita_26
Kolkata

#td
আমি কুকপ্যাড গ্রুপের সবার কাছ থেকে অনেক সুন্দর রান্না শিখতে পেরেছি,, তার থেকে .......
দীপান্বিতা ঘোষ রায়,@cook_diprajanya কাছ থেকে এই রেসিপি টা শিখেছি,
আমি আমার মতো
টিচারস্ ডে স্পেশাল এ এই
দিল হ্যায় হিন্দুস্থানী পিৎজা রান্না করলাম

দিল হ্যায় হিন্দুস্থানী পিৎজা (Dil Hyan Hindustani Pizza,,Recipe in Bengali)

#td
আমি কুকপ্যাড গ্রুপের সবার কাছ থেকে অনেক সুন্দর রান্না শিখতে পেরেছি,, তার থেকে .......
দীপান্বিতা ঘোষ রায়,@cook_diprajanya কাছ থেকে এই রেসিপি টা শিখেছি,
আমি আমার মতো
টিচারস্ ডে স্পেশাল এ এই
দিল হ্যায় হিন্দুস্থানী পিৎজা রান্না করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০  মিনিট
২ জন
  1. ২ কাপ ময়দা
  2. ১ কাপের একটু কম দুধ
  3. ১ চা চামচ ঈস্ট
  4. ৬ টেবিল চামচ দই
  5. ২ চা চামচ তেল
  6. ১ কাপ পনির চৌকো করে কাটা
  7. ১ কাপ আনারস ছোট ছোট পাতলা টুকরো করে কাটা
  8. ১ টা টমেটো পাতলা করে গোল করে কাটা
  9. ১ চা চামচ অরিগ্যানো
  10. ১ চা চামচ চিলিফ্লেক্স
  11. ৪ চা চামচ পিজ্জা সস
  12. ১/২ কাপ চীজ গ্রেট করা
  13. ১ চা চামচ কসুরি মেথি
  14. স্বাদ মত নুন
  15. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  16. ৫ কোয়া রসুন কুচি করে কাটা
  17. ১ চা চামচ আদা ও রসুন বাটা
  18. ১ চা চামচ চিনি
  19. ২ চা চামচ মাখন

রান্নার নির্দেশ সমূহ

৫০  মিনিট
  1. 1

    প্রথমে ঈষদুষ্ণ দুধ, নুন ঈস্ট,তেল, চিনি ও ২ চামচ দই দিয়ে ময়দা টা খুব ভালো করে মেখে ডো বানিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এর পরে পনির এর সাথে আদা রসুন বাটা,, নুন,, লংকার গুঁড়ো,, কেশরী মেথি এবং বাকি ৪ চামচ টক দই একসাথে মিশিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
    এতে মাখন টা গলিয়ে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবারে ময়দার ডো থেকে দুটো লেচি কেটে দুটো একটু লম্বাটে করে বেলে নিতে হবে, যেন খুব পাতলা না হয় ।

  4. 4

    এবারে নানের মতো দুটো নন্ স্টিক তাওয়া তে সেঁকে নিতে হবে এবং পরে জালি দিয়ে সেঁকে নিতে হবে।

  5. 5

    এরপরে নন্ স্টিক গ্রিল তাওয়ায় একটু তেল ব্রাশ করে পনির গুলো দিয়ে গ্যাসে বসিয়ে রাখতে হবে এবং তন্দুরের মতো হয়ে গেছে দেখে নাবিয়ে নিতে হবে।

  6. 6

    এবারে নানের মতো দুটোর ওপরে টপিং এর জন্য.......
    প্রথমে পিৎজা সস্ লাগিয়ে, তার ওপরে রসুন কুচি, পনির, আনারস কুচি, টমেটো স্লাইস্ দিয়ে তার ওপরে চিজ,,অরিগানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে তাওয়ায় বসিয়ে রেখে দিতে হবে।

  7. 7

    কিছুক্ষন পরে চিজ্ মেল্ট হয়ে গেলে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের
    দিল হ্যায় হিন্দুস্থানী পিজ্জা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumita Roychowdhury
Kolkata
I am a School Principal, cooking is my passion and I love to experiment with the ingredients and create something yummilicious.
আরও পড়ুন

Similar Recipes