কুলচা (kulcha recipe in Bengali)

Sampa Chandra
Sampa Chandra @Sampa_

কুলচা (kulcha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট।
৩ জন।
  1. ২ কাপ ময়দা
  2. ১ চা চামচ বেকিং পাউডার
  3. ১/২ চা চামচ বেকিং সোডা
  4. ৪ চা চামচ টকদই
  5. ১ চা চামচচিনি
  6. ১চিমটিনুন
  7. ১/২ কাপ দুধ
  8. ২ টেবিল চামচ বাটার
  9. ১/২ চা চামচ কালো জিরা
  10. প্রয়োজনমতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট।
  1. 1

    প্রথমে ময়দা ও বেকিং পাউডার ও বেকিং সোডা চেলে নিয়ে নুন, চিনি ও একটু সাদা তেল মিশিয়ে একটু একটু করে টক দই দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রয়োজনে একটু একটু করে দুধ দিতে হবে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ও ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    ৩০ মিনিট পর ঐ ডো থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়ে ময়দা দিয়ে বেলে নিতে হবে ও একদিকে একটু কালো জিরা একদিকে ছড়িয়ে দিয়ে বেলতে হবে।

  3. 3

    এবার একটি প্যান গরম করে দুদিক ভালো করে সেঁকে নিয়ে বাটা র দিয়ে ভেজে নিতে হবে। এভাবে সমস্ত কুলচা গুলো ভেজে নিতে হবে। এবার নিরামিষ চানা বা ক্যাপসি- পনির দিয়ে গরম গরম পরিবেশন করুন কুলচা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sampa Chandra

মন্তব্যগুলি

Similar Recipes