নিরামিষ আলুর চপ (Niramish aloor chop recipe in Bengali)

Chandana Sarkar
Chandana Sarkar @chandana69

#YT
#foodofmystate
এটি নিরামিষ খাবার। সন্ধ্যা বেলায় মুড়ির সাথে খেতে ভাল লাগে

নিরামিষ আলুর চপ (Niramish aloor chop recipe in Bengali)

#YT
#foodofmystate
এটি নিরামিষ খাবার। সন্ধ্যা বেলায় মুড়ির সাথে খেতে ভাল লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৩ জন
  1. ২ টিসেদ্ধ করা আলু
  2. ১/২ চা চামচহিং
  3. পরিমাণ মতসাদা তেল
  4. ১/২ চা চামচআদা বাটা
  5. স্বাদ মতলঙ্কা বাটা
  6. ১/৪ চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদ মতলবণ ও চিনি
  8. ১/২ কাপবেসন
  9. স্বাদ মতলঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচজিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    প্রথমে সাদা তেল এ হিং ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা ও লঙ্কা বাটা দিয়ে খুব ভাল করে কষিয়ে নিতে হবে

  2. 2

    এরপর হলুদ,লবণ ও সামান্য চিনি দিয়ে ভাল করে নাড়িয়ে নিতে হবে

  3. 3

    এরপর খুব ভাল করে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে ভাল ভাবে মাখিয়ে নিতে হবে

  4. 4

    এরপর একটি পাত্রে বেসন নিয়ে তার মধ্যে লবণ,হলুদ,লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়ো ও জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিতে হবে

  5. 5

    এরপর আলু সেদ্ধ অল্প নিয়ে হাত দিয়ে চেপে আকার তৈরি করে বেসন গোলার মধ্যে চুবিয়ে সাদা তেল এ ভেজে নিতে হবে

  6. 6

    তৈরি হয়ে জেলা গরম গরম নিরামিষ আলুর চপ।এটিকে সন্ধ্যেবেলায় মুড়ির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি (9)

Cook Today
Chandana Sarkar
Chandana Sarkar @chandana69

Similar Recipes