নারকেল নাড়ু (narkel nadu recipe in Bengali)

Sampa Chandra
Sampa Chandra @Sampa_

নারকেল নাড়ু (narkel nadu recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1টি নারকেল কোরা
  2. 500 গ্রাম চিনি
  3. 1/2 চা চামচএলাচ গুঁড়ো
  4. 1/2 কাপদুধ
  5. 1 চিমটিকর্পূর

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইয়ে নারকেল কোরাটা একটু ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর ঐ কড়াইয়ে দুধ দিয়ে চিনি গুলো দিয়ে দিতে হবে।যতক্ষন না পর্যন্ত চিনি গলছে ততক্ষন নেড়ে যেতে হবে তার পর নারকেল কোরা গুলো দিয়ে দিতে হবে ও নাড়তে হবে।

  3. 3

    এরপর ঐ মিশ্রনে এলাচ গুঁড়ো ও এক চিমটি কর্পূর মিশিয়ে দিতে হবে ও মিশ্রনটি ঘন হয়ে এলে একটি মণ্ড বানিয়ে নিতে হবে ও একটি পাত্রে ঘি ব্রাশ করে নামিয়ে নিতে হবে ও গোল গোল নাড়ুর আকারে পাকিয়ে নিতে হবে তাহলেই তৈরি নারকেল নাড়ু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Chandra

মন্তব্যগুলি

Similar Recipes