আলু ফুলকপির রসভরি (Aloo phulkopir rosbhori recipe in Bengali)

Madhabi Gayen
Madhabi Gayen @madhabi_kitchen

আলু ফুলকপির রসভরি (Aloo phulkopir rosbhori recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা
2জনের
  1. ১ টিআলু
  2. ১ টিপিঁয়াজ
  3. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  4. ১/৪ চা চামচজিরা গুঁড়া
  5. ১/২কাপসরিষার তেল
  6. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১টিফুলকপি
  9. ১/চা চামচঘী
  10. ১টি তেজপাতা
  11. ১/৪চা চামচ গরম মসলা গুঁড়া
  12. ১/৪চা চামচগোটা জিরা
  13. ১টিকাঁচা লঙ্কা
  14. ১টিটমেটো কুচি
  15. ১/২চা চামচধনে গুঁড়ো
  16. ১ চা চামচ আদা বাটা
  17. ১চা চামচধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা
  1. 1

    প্রথমে ফুলকপি অল্প ছোটো ছোটো করে কেটে, ধুয়ে নিলাম,আলু ডুমো ডুমো করে কেটে নিলাম

  2. 2

    এবার কড়াই গরম করে তেল দিয়ে পিয়াঁজ কুচি করে বাদামি রঙের করে ভেজে তুলে নিলাম।

  3. 3

    এখন ঐ কড়াইতে তেল ঢেলে গোটা জিরা ও কাচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু গুলো ঢেলে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে একটু ভেজে নিয়ে, এবার ফুল কপি গুলো ঢেলে দিলাম ।

  4. 4

    এবার একটু ঢেকে দিয়ে মাঝে মাঝে নাড়া চাড়া করে ভাজা হয়ে গেলে আদা বাটা, টমেটো কুচি ও হলুদ গুঁড়ো দিয়ে কম আঁচে একটু কষে নিলাম ।

  5. 5

    এখন একটি পাত্রে ধনে গুঁড়ো, জিরা গুঁড়া ও গরম মসলা গুঁড়া দিয়ে অল্প জলে গুলে কড়াই তে ঢেলে দিলাম।

  6. 6

    এখনএক কাপ জল ঢেলে দিয়ে ফুটে উঠলে এবার ভাজা পিয়াঁজ দিয়ে ও ঘী দিয়ে ২ মিনিট ঢেকে গ্যাস বন্ধ করে দিলাম।

  7. 7

    এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhabi Gayen
Madhabi Gayen @madhabi_kitchen

Similar Recipes