ফিশ টোম্যাটো (fish tomato recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#DRC2
যেকোনো পূজো মানেই জমিয়ে খাওয়াদাওয়া আর সেইসঙ্গে ঠাকুর দেখা তো আছেই।তাই পুজোর দিন গুলোয় চাই কম সময়ে বানানো যায় কিন্তু সুস্বাদু এরকম কিছু খাবার। সেরকমই একটি রেসিপি ফিশ টোম্যাটো।

ফিশ টোম্যাটো (fish tomato recipe in Bengali)

#DRC2
যেকোনো পূজো মানেই জমিয়ে খাওয়াদাওয়া আর সেইসঙ্গে ঠাকুর দেখা তো আছেই।তাই পুজোর দিন গুলোয় চাই কম সময়ে বানানো যায় কিন্তু সুস্বাদু এরকম কিছু খাবার। সেরকমই একটি রেসিপি ফিশ টোম্যাটো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ৪০০ গ্রাম মাছ
  2. ২ টি বড়ো সাইজের টম্যাটো বাটা
  3. ১ চা চামচ আদা রসুন বাটা
  4. ১/২ চা চামচ কালো জিরে
  5. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১ টেবিল চামচ চিনি
  7. স্বাদ অনুযায়ীলবণ
  8. পরিমাণ মতো তেল
  9. পরিমান মতোঅল্প কসৌরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখুন কমপক্ষে ১৫ মিনিট। তারপর মাছ গুলো হাল্কা ভেজে নিন।

  2. 2

    কড়াইতে ২ টেবিল চামচ তেল রেখে ওর মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন দিন।তারপর টম্যাটো বাটা দিন।

  3. 3

    স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। তার পর একে একে আদা রসুন বাটা,লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিন।

  4. 4

    ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে নামানোর আগে ওপর থেকে কসৌরি মেথি(অপশনাল) ছড়িয়ে দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes