বেবি টমেটো আর বাটার দিয়ে আলুর দম(Tomato butter alu dom recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#GA4
#Week6

পূজো মানেই নানা রকমের নিরামিষ আমিষ আলুর দম লুচি পায়েস মিষ্টি জমিয়ে খাওয়া.

বেবি টমেটো আর বাটার দিয়ে আলুর দম(Tomato butter alu dom recipe in bengali)

#GA4
#Week6

পূজো মানেই নানা রকমের নিরামিষ আমিষ আলুর দম লুচি পায়েস মিষ্টি জমিয়ে খাওয়া.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ৭৫০ গ্রাম আলু দু আধখানা বা গোটা সামান্য কাটা খোসা সমেত
  2. ১০০ গ্রাম মটরশুঁটি
  3. ৪ টে বেবি টমেটো
  4. ৪/৫ টা চেরা কাঁচালঙ্কা
  5. ৫ টেবিল চামচ বাটার
  6. ৪ টেবিল চামচ সাদা তেল
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ চিনি
  11. কৌসুরি মেথি
  12. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  13. ১/৪ চা চামচ গরমমশলা গুঁড়ো
  14. ১ চা চামচ আদা বাটা
  15. ১/২ চা চামচ ফোড়নের জন্য গোটা জিরে
  16. ২টো তেজপাতা
  17. ১ টা শুকনো লঙ্কা
  18. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আলু খোসা সমেত দু আধখানা করে কেটে ধুয়ে কুকারে ১ টা সিটি দিয়ে স্টিম ছাড়লে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে, ও সামান্য নুন হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে হবে.

  2. 2

    এবার কড়াই এ ২ টেবিল চামচ বাটার ও ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করা আলু গুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে এবং টমেটো হালকা ভেজে তুলে নিতে হবে.

  3. 3

    আলু টমেটো ভেজে তুলে নিয়ে আরোও ২ চামচ তেল ২ চামচ বাটার দিয়ে কম আঁচে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ৩০ সেকেন্ড ভাজার পর আদা পেস্ট দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে.

  4. 4

    ১ মিনিট পর একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মসলা কষতে হবে ও মটরশুঁটি দিয়ে ৫ মিনিট কষিয়ে মসলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে

  5. 5

    মসলা কষা হলে ভাজা আলু যোগ করে পরিমাণ মতো নুন দিয়ে চিনি দিতে হবে

  6. 6

    সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ২ কাপ জল দিয়ে চেরা কাঁচালঙ্কা দিয়ে ফুটে উঠলে মিডিয়াম আঁচে ১০ মিনিট ঢেকে রান্না করতে হবে

  7. 7

    ১০ মিনিট পর ঢাকা খুলে ভাজা টমেটো গরম মসলা দিয়ে ৩ মিনিট লো আঁচে রান্না করার পর কৌশরী মেথি জাস্ট শুকনো কড়াই এ তাতিয়ে হাতে করে ক্রাশ করে ওপর থাকে ছড়িয়ে একদম লো আঁচে ১ মিনিট চাপা দিয়ে রান্না করার পর ঢাকা খুলে গ্যাস অফ্ করে ১ চামচ বাটার ওপরে দিয়ে চাপা দিয়ে দিতে হবে

  8. 8

    ৫ মিনিট ভাপে বসিয়ে রেখে পরিবেশন করার পালা.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes