রুই পোস্ত (Rui posto recipe in Bengali)

Sanhita Panja
Sanhita Panja @sanhitapanja

রুই পোস্ত (Rui posto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘন্টা
৩ জন
  1. ৬ টুকরোরুই মাছ
  2. ১টেবিল চামচপিঁয়াজ বাটা
  3. ২টিকাঁচা লঙ্কা
  4. ৩টেবিল চামচপোস্ত বাঁটা
  5. ১টেবিল চামচসর্ষে বাটা
  6. ২চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদ মতোনুন
  8. ৫টেবিল চামচসর্ষের তেল
  9. ১চিমটেকালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘন্টা
  1. 1

    মাছ ভালো করে ধুয়ে নুন আর ১চা চামচ হলুদ মাখিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে ৪টেবিল চামচ তেল দিয়ে মাছগুলো হাল্কা করে ভেজে নিতে হবে।

  3. 3

    মাছ ভাজার পর কড়াইয়ে যে তেল থাকবে তাতে কালোজিরে কাঁচা লঙ্কা ফোড়োন দিয়ে পিঁয়াজ
    বাঁটা দিয়ে একটু ভেজে নিতে হবে

  4. 4

    ।এবার ওর
    সাথে ১টেবিল চামচ সর্ষে বাঁটা,১টেবিল চামচ
    পোস্ত বাঁটা,১চা চামচ হলুদ দিয়ে একটু কষে নিয়ে স্বাদ মতো
    নুন আর দেড় কাপ জল দিতে হবে।

  5. 5

    জল ফুটে উঠলে ভাজা মাছ গুলো দিয়ে ৫
    মিনিট মাঝারি আঁচে রান্না হবে।

  6. 6

    ৫মিনিট পর বাকি পোস্ত টা দিয়ে দিতে হবে।
    তারপর আরো ৩-৪ মিনিট রান্না হবে।

  7. 7

    একটু ঘন হয়ে এলে ১টেবিল চামচ কাঁচা তেল
    ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanhita Panja
Sanhita Panja @sanhitapanja

মন্তব্যগুলি

Similar Recipes