রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ২টোআলু
  2. পরিমাণ মতভাজার জন্য তেল
  3. স্বাদ মতনুন
  4. ১/২চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বড়ো ও লম্বা আলু নিয়ে একটু মোটা স্লাইস করে কেটে নিয়ে ভালো ভাবে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা শুকনো কাপড়ে আলু গুলো মুছে নিতে হবে।কড়াইয়ে তেল ভালো ভাবে গরম করে নিতে হবে।

  3. 3

    আলুর স্লাইস গুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়ে পুরো ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে।

  4. 4

    ফ্রিজ থেকে বের করে আবার তেলে ভেজে নিতে হবে।তারপর তেল থেকে তুলে নিয়ে একটি বোলে আলু ভাজা,লাল লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালো ভাবে টস করে নিয়ে পরিবেশন করতে হবে পছন্দ মতো সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes