ডাল তড়কা (dal tadka recipe in Bengali)

Debasree Sarkar
Debasree Sarkar @sree_24
Kolkata,West Bengal

এটি নাম মাত্র মশলা দিয়ে তৈরি, কিন্তু ক্ষেতে অসাধারণ হয়।
#krc4

ডাল তড়কা (dal tadka recipe in Bengali)

এটি নাম মাত্র মশলা দিয়ে তৈরি, কিন্তু ক্ষেতে অসাধারণ হয়।
#krc4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪ জন
  1. ১০০ গ্রাম ছোলার ডাল
  2. ১০০ গ্রাম অড়হর ডাল
  3. ১ চা চামচ গোটা জিরে ফোঁড়নের জন্য
  4. ১ টা বড় পেঁয়াজ কুচি
  5. ১ টা বড় টমেটো কুচি
  6. ৮ কোয়া রসুন কুচি
  7. ১ ইঞ্চি আদা কুচি
  8. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. ২ টেবিল চামচ বনস্পতি/ দেশি ঘি
  10. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  12. ২ টি কাঁচা লঙ্কা চেরা
  13. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে ছোলা আর অরহর ডাল কে ভালো করে ধুয়ে ১/২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর এক চিমটে নুন আর হলুদ দিয়ে ডাল নরম করে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াই তে বনস্পতি/ দেশী ঘী গরম করে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে হাল্কা ভেজে তার মধ্যে পিয়াজ আর আদা কুচি দিয়ে ভাজ তে হবে।

  3. 3

    হাল্কা বাদামি রং ধরলে তার মধ্যে একে একে টমেটো কুচি, লংকা গুঁড়ো, লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।

  4. 4

    মশলার থেকে তেল ছেরে দিলে তার মধ্যে সেদ্ধ ডাল দিতে হবে।

  5. 5

    ডাল কিছুক্ষণ ফুটিয়ে ধনেপাতা কুচি আর চেরা কাচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debasree Sarkar
Kolkata,West Bengal
I love to cook, cooking is my passion.❤️
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes