ডাল তড়কা (dal tadka recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

#KRC4
#Week4
শীতের রাতে রুটির পাশে যদি থাকে তড়কা ডাল ডিমে মিশে

ডাল তড়কা (dal tadka recipe in Bengali)

#KRC4
#Week4
শীতের রাতে রুটির পাশে যদি থাকে তড়কা ডাল ডিমে মিশে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জন
  1. ১০০ গ্রাম সবুজ মুগ ডাল
  2. ২০ গ্রাম ছোলার ডাল
  3. ২টেবিল চামচসর্ষের তেল
  4. ৫ গ্রাম ঘি
  5. ১টা ছোটো পেয়াঁজ (কুচি করে রাখা)
  6. ১/২" আদা টুকরো(বেঁটে রাখা)
  7. ৪কোয়া রসুন (কুচি করে রাখা)
  8. ২ টো কাঁচা লঙ্কা
  9. ১ টা ছোটো টমেটো
  10. ১/২ভ চা চামচহলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচলবণ
  12. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  13. ১/২ চা চামচধনে গুঁড়ো
  14. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  15. ৪ কাপগরম জল
  16. ১/২ কাপধনেপাতা কুচি
  17. ৪টেবিল চামচ শেষ পর্বে: সাদা তেল
  18. ১/২টেবিল চামচ মেথি ভেজে গুঁড়ো করা
  19. ১/২টেবিল চামচ জিরে ভেজে গুঁড়ো করা
  20. ২ টো ডিম
  21. ১/২ চা চামচ গরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    ভালো করে দুই রকম ডাল ধুয়ে ২ ঘণ্টা ভিজিয়ে রেখে ছিলাম।

  2. 2

    একটা প্রেসার কুকার নিলাম। এবার ভেজানো ডাল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়া, ধনে গুঁড়ো টমেটো কুচি, রসুন কুচি, আদা বাটা, সরষে র তেল, ধনে পাতা কুচি,চার কাপ গরম জল সব কিছু প্রেসার কুকারে ঢেলে দিলাম। প্রেসার কুকারে র ঢাকনা বন্ধ করলাম।

  3. 3

    গ্যাস ওভেন জ্বালালা ম। প্রেসার কুকার গ্যাস ওভেন এর উপর রাখলাম। আঁচ টা তেজ করে দিলাম।একটা সিটি হলে গ্যাস বন্ধ করলাম।

  4. 4

    শেষ পর্বে: গ্যাস ওভেন জ্বালা লা ম।একটা ফ্রাইং প্যান গ্যাস ওভেন - এ চাপা লা ম, সাদা তেল দিলাম,তেল টা বেশ ভালো রকম গরম হলে দুটো ডিম ভেঙে তেলে দিলাম ।অনবরত নাড়তে লাগলাম। ভালো করে ভেজে নিলাম।

  5. 5

    এবার প্রেসার কুকারে র ঢাকনা খুলে ভাজা ডিমের টুকরো গুলো, মেথি ভাজা,জিরে ভাজা,গরম মশলা, ঘি ঢেলে দিলাম।

  6. 6

    প্রেসার কুকার জ্বলন্ত গ্যাস ওভেন- এ আবার চাপা লা ম। ৪ মিনিট মত রেখে নামিয়ে নিলাম।আমার ডাল তড়কা প্রস্তুত। পরিবেশণ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

Similar Recipes