কড়াইশুঁটির কচুরি (koraishutir kochuri recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#KRC9
#Week9
যেটা ছাড়া শীতকাল অসম্পূর্ণ সেই রেসিপি আজ শেয়ার করলাম।

কড়াইশুঁটির কচুরি (koraishutir kochuri recipe in Bengali)

#KRC9
#Week9
যেটা ছাড়া শীতকাল অসম্পূর্ণ সেই রেসিপি আজ শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জন
  1. ২৫০ গ্রাম ময়দা
  2. ২ টেবিল চামচ সাদা তেল(ময়ানের জন্য)
  3. স্বাদ অনুযায়ীলবণ
  4. সামান্যচিনি
  5. ২০০ গ্রাম মটরশুঁটি
  6. ২ টি কাঁচা লঙ্কা
  7. ১/২ ইঞ্চি আদার টুকরো
  8. ১ টেবিল চামচ ভাজা মশলা
  9. ১ চা চামচ চিনি
  10. ১/২ চা চামচকালোজিরা
  11. ২ টেবিল চামচ সর্ষের তেল (পুরের জন্য)
  12. পরিমাণ মত তেল (ভাজার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ময়দার মধ্যে তেল,লবণ,চিনি দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিন। তারপর ঢাকা দিয়ে রাখুন ১৫ মিনিট।

  2. 2

    মটরশুটি,আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিন।তারপর কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে ভাজা হলে লবণ,চিনি, ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিন।

  3. 3

    ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে বাটির আকারে বানিয়ে ওর ভেতর পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিন।এরপর সাবধানে কচুরি গুলো বেলে নিন।

  4. 4

    কড়াইতে তেল গরম হলে কচুরি গুলো দিয়ে একটা একটা করে কচুরি ভেজে নিন। আলুরদম বা পছন্দের যেকোনো তরকারির সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes