বীট গাজরের সব্জী (Beet Gajarer sabji recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#wd3
#week3
#WinterDelicacy
শীতকাল মানেই টাটকা সব্জি র সমাহার। এই সময়ে বিভিন্ন ধরনের টাটকা সব্জিতে বাজার ভর্তি থাকে।
গাজর ও বিট শীতকালের আদর্শ, আর আমাদের শরীরের জন্য খুবই উপকারি।
আজ বানালাম বিট গাজর মটরশুঁটির তরকারি,এই সব্জি ভাত বা রুটি দুইয়ের সঙ্গে পরিবেশন করা যাবে।

বীট গাজরের সব্জী (Beet Gajarer sabji recipe in bengali)

#wd3
#week3
#WinterDelicacy
শীতকাল মানেই টাটকা সব্জি র সমাহার। এই সময়ে বিভিন্ন ধরনের টাটকা সব্জিতে বাজার ভর্তি থাকে।
গাজর ও বিট শীতকালের আদর্শ, আর আমাদের শরীরের জন্য খুবই উপকারি।
আজ বানালাম বিট গাজর মটরশুঁটির তরকারি,এই সব্জি ভাত বা রুটি দুইয়ের সঙ্গে পরিবেশন করা যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25 মিনিট
2-3 জন
  1. 2-3 টেগাজর
  2. 2 টোবীট
  3. 1 টাআলু
  4. 1/2 কাপমটরশুঁটি
  5. 1 টাপেঁয়াজ কুচি
  6. 3-4কোয়া রসুন কুচি
  7. 2-3 টেকাঁচা লঙ্কা চেরা
  8. 1/2 চা চামচহলুদ
  9. 1/2 চামচজিরে গুঁড়ো
  10. 1/2 চামচলঙ্কা গুঁড়ো
  11. স্বাদ মতনুন
  12. 1-2টেবিল চামচ সর্ষের তেল
  13. 1/2 চা চামচগোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

20-25 মিনিট
  1. 1

    প্রথমে বিট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট ডুমো করে কেটে নিতে হবে।
    গাজর ও আলু খোসা ছাড়িয়ে ছোট ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    কড়াই এ তেল গরম করে,গোটা জিরে,কাঁচালঙ্কা রসুন দিয়ে একটু নেড়ে,পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।অল্প ভাজা হলে,আলু ও গাজর দিয়ে ভাজতে হবে।1-2 ঢাকা দিতে হবে।

  3. 3

    এরপর ঢাকা খুলে, সেদ্ধ বিট,মটরশুঁটি, নুন, হলুদ,জিরে ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে।সব ভাল করে সেদ্ধ হয়ে গেলে আন্দাজ মত অল্প জল দিয়ে ঢাকা দিয়ে 1-2 মিনিট রেখে,গা মাখা মাখা হলে,নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Top Search in

Similar Recipes