ডিমের অমলেট কারি (Dimer Omelette Curry Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

এটা আমার ভীষন প্রিয় ।

ডিমের অমলেট কারি (Dimer Omelette Curry Recipe In Bengali)

এটা আমার ভীষন প্রিয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৩জন
  1. ৩টে ডিম
  2. ১টি আলু ছোট করে কাটা
  3. ১টি টমেটো গ্ৰেট করে নেওয়া
  4. ৩ টে পেঁয়াজ কুচি
  5. ১চা চামচ রসুন কুচি
  6. ১/২চা চামচ আদা বাটা
  7. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচ লঙ্কা বাটা
  10. ৩ টে লঙ্কা কুচি
  11. ১চা চামচ আদা কুচি
  12. স্বাদ মতনুন
  13. ১/৪চা চামচ চিনি
  14. ১চা চামচ গরম মসলা গুঁড়ো
  15. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  16. ১চা চামচ ঘি
  17. প্রয়োজন মতসর্ষের তেল
  18. ১/২চা চামচ পাচঁফোড়ন
  19. ১টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে ১টি করে ডিম নুন,লঙ্কা ও আদাকুচি,১চামচ পেয়াজঁ কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে অমলেট করে নেবো।আলু ভেজে তুলে রাখবো।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে পাচফোড়ন ও তেজপাতা ফোড়ন দিয়ে রসুন ও পেয়াজঁ কুচি দিয়ে ভেজে নিয়ে ভাজা আলু দিয়ে নাড়াচাড়া করে গ্ৰেট করা টমেটো, আদাবাটা, লঙ্কা বাটা,জিরে ও ধনেগুড়ো,হলুদ গুড়ো,১/২চামচ নুন ও অল্প চিনি দিয়ে কষিয়ে নিতে হবে।

  3. 3

    কষানোর পর ১/২কাপ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।ঝোল ফুটে ঘন হয়ে গেলে ডিমের অমলেট দিয়ে নাড়াচাড়া করে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।এটা গরম ভাতের পাতে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes