সোয়া বিরিয়ানি (soya bioryani recipe in Bengali)

Jayita Barman
Jayita Barman @cook_30218093

সোয়া বিরিয়ানি (soya bioryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/4 কাপটমেটো
  2. 2টেবিল চামচ কুচানো পুদিনা
  3. 2টেবিল চামচ ধনেপাতা
  4. 1টেবিল আদা রসুন বাটা
  5. 2 - 3 চিমটিগরম মশলা, জায়ফল গুঁড়ো দিয়ে
  6. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  7. 1/2টেবিল চামচ জিরে গুঁড়ো
  8. প্রয়োজন অনুযায়ীহিমায়িত সবুজ মটর
  9. ১কাপনারকেলের দুধ
  10. ১টেবিল কেওড়ার জল জল
  11. ১টেবিল চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  12. 3-4 চিমটিজয়িত্রী
  13. ১ইঞ্চি দারুচিনি
  14. ১টাতেজপাতা
  15. ১কাপসোয়াবিন
  16. ৩টেবিল চামচ তেল
  17. ৪টেবিল চামচ ঘি
  18. ১.২৫বাসমতি চাল
  19. ৩টেলবঙ্গ
  20. ১/২টেবিল চামচ সাদা জিরা
  21. ২৫-৩০টাকেশর
  22. ১ টা ছোটতারা মৌরি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    1. বাসমতি চাল 1.25 কাপ ধুয়ে নিতে হবে যতক্ষণ না চাল পরিষ্কার হচ্ছে। এরপর 20 - 30 মিনিট চাল ভিজিয়ে রাখতে হবে 1.5 কাপ জলে।
    এরপর জল ফেলে দিয়ে চাল শুকিয়ে নিতে হবে।

  2. 2

    একটা বড় পাত্রে 1 টা তেজপাতা, 3 টে লবঙ্গ, 1 ইঞ্চি দারুচিনি, 3 টে ছোট সবুজ এলাচ, 3- 4 জয়িত্রী, 1 টেবিল চামচ লবণ নিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর এগুলো হাই ফ্লেমে জলে ফুটিয়ে তাতে চাল দিয়ে দিতে হবে।

  4. 4

    এরপর মিডিয়াম ফ্লেমে 75% চাল সেদ্ধ করতে হবে।

  5. 5

    এরপর একটি ছাকনির মাধ্যমে সেদ্ধ ভাত তুলে নিয়ে এবার ভাত একটি পাত্রে রেখে শুকাতে হবে। যাতে ঝুরঝুরে হয়।

  6. 6

    এবার 1 কাপ সোয়াবিন 3 কাপ জল ও 1 পিঞ্চ নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট সেদ্ধ করতে হবে।

  7. 7

    এবার সেদ্ধ সোয়াবিন গুলো ঠান্ডা জলে ধুয়ে জল নিংড়ে নিয়ে একটি পাত্রে রাখব।

  8. 8

    এবার গরম জল ফুটিয়ে একটি পাত্রে রাখব। কড়াই তে বা হাঁড়ি তে 3 টেবিল চামচ সাদা তেল, 4 টেবিল চামচ ঘি গরম করে নেব। এবার লো ফ্লেমে করে তাতে 1 টা তেজপাতা, 1.5 ইঞ্চি দারুচিনি, 3 টে লবঙ্গ, 3 টে সবুজ এলাচ, 1 টা ছোট তারা মৌরি, 1 টা বড় এলাচ 1/2 টেবিল চামচ সাদা জিরা দিয়ে দিতে হবে।

  9. 9

    এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  10. 10

    একটি পাত্রে লিকুইড দুধ নিয়ে তাতে 25- 30 টা কেশর দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  11. 11

    এবার এতে 1 টেবিল চামচ আদা- রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে তাতে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/4 টেবিল চামচ গরম মশলা, 2 - 3 পিঞ্চ জায়ফল গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিতে হবে।

  12. 12

    মশলা দিয়ে তেল ছেড়ে দিলেই তাতে সেদ্ধ করে রাখা সোয়াবিন, হিমায়িত সবুজ মটর, নুন দিয়ে দিতে হবে। ও 3/4 কাপ জল দিতে হবে।

  13. 13

    এবার হালকা আঁচে গ্রেভি তৈরী করে নিতে হবে।

  14. 14

    এবার বিরিয়ানির লেয়ার তৈরী করতে হবে। 2 টো অথবা 4 টে লেয়ার তৈরী করতে হবে।

  15. 15

    গ্রেভির ওপর সেদ্ধ ভাত ছড়িয়ে দিতে হবে।

  16. 16

    এর ওপর পিঁয়াজ ভাজা বা বেরেস্তা ছড়িয়ে দিতে হবে ও 2 টেবিল চামচ পুদিনা পাতা ছড়িয়ে দিতে হবে। এবার দুধে ভেজানো কেশর ছড়িয়ে দিতে হবে।

  17. 17

    এবার কড়াই বা হাঁড়ির মুখ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে টাইট করে মুড়ে হাই ফ্লেমে 5 মিনিট ও তারপর মিডিয়াম ফ্লেমে 30 -
    35 মিনিট দমে বসিয়ে রান্না করতে হবে। এরপর সোয়া বিরিয়ানি রেডি।

  18. 18

    এরপর গরম গরম বিরিয়ানি স্যালাড, আচার, রায়তা, পাপড় দিয়ে পরিবেশন করতে হবে গরম গরম 'সোয়া বিরিয়ানি' ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayita Barman
Jayita Barman @cook_30218093

মন্তব্যগুলি

Similar Recipes