মাটন বিরিয়ানি

swagata roy
swagata roy @cook_15685268

খেতে খুব সুস্বাদু হয়

মাটন বিরিয়ানি

খেতে খুব সুস্বাদু হয়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
১জন
  1. 100 গ্রামবাসমতি চাল
  2. 100 গ্রাম খাসির মাংস
  3. 1 টি আলু
  4. 2 চা চামচ আদাবাটা
  5. 1চা চামচ লঙ্কা বাটা
  6. 1চুটকি দুধে ভেজানো কেশর
  7. 1/2 চা চামচজায়ফল জয়িত্রী গুঁড়ো
  8. 1 চা চামচ বিরিয়ানি মশলা
  9. পরিমাণ মতোঘি
  10. 1/2 চামচজিরে ও ধনেগুঁড়ো
  11. 3টি করে তেজপাতা শুকনো লঙ্কা
  12. 3 টি করে গোটা গরম মশলা(এলাচ লবঙ্গ দারচিনি)

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    খাসির মাংস ও আলুর টুকরো নুন জল গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    চাল অর্ধেক সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে ঘি গরম করে তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে সব বাটা ও গুঁড় মশলা দিয়ে ভালো করে কষিয়ে অল্প খাসির মাংস স্টক দিয়ে খাসির মাংস ও আলু দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  4. 4

    এবার একটি ডেচকিতে ঘি দিয়ে তার ওপর তেজপাতা বিছিয়ে মাংস ভাত মশলা গুলো ছড়িয়ে শেষে দুধে ভেজানো জাফরান দিয়ে দমে রেখে দিতে হবে কিছু ক্ষন।

  5. 5

    ঢাকা খুলে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
swagata roy
swagata roy @cook_15685268

মন্তব্যগুলি

Similar Recipes