আচারী রাইস পরোটা (achaari rice paratha recipe in Bengali)

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

#cc2
ছেলের টিফিনবাক্স এ রোজ কি দেওয়া যায়, যা টেস্টি ও হবে আবার পেট ও ভরবে। এবং কি যেটা মন দিয়ে ভালোবেসে খেওএ ও নেবে তার থেকে এই নতুন রেসিপি।

আচারী রাইস পরোটা (achaari rice paratha recipe in Bengali)

#cc2
ছেলের টিফিনবাক্স এ রোজ কি দেওয়া যায়, যা টেস্টি ও হবে আবার পেট ও ভরবে। এবং কি যেটা মন দিয়ে ভালোবেসে খেওএ ও নেবে তার থেকে এই নতুন রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
২ জন
  1. ৪ টেবিল চামচঝরঝরে বাসমতী চালের ভাত
  2. ১০০ গ্রামময়দা
  3. ২ চা চামচটক ঝাল যে কোন আচার পেস্ট করা। আমি মিক্স আচার নিয়েছ।
  4. ৬চা চামচসাদা তেল
  5. স্বাদ মত নুন- চিনি,
  6. ১টালঙ্কা কুচি মিহি করা।
  7. ৪চা চামচইচ্ছে মতো সব্জী মিহি করে কুচানো
  8. ১/৪ চা চামচজিরে গুঁড়ো
  9. ১/৪ চা চামচহলুদ গুঁড়ো
  10. ৫০গ্রাম পনির ছোট করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    প্রথমেই ময়দায় নুন,চিনি,সাদাতেল দিয়ে ভালো করে মেখে সুতির পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট

  2. 2

    অনেক দিকে একটা কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে সব্জি, পনীর দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজুন, এতে আগের থেকে রান্না করা ভাত দিয়ে মিশিয়ে নিন।

  3. 3

    ভাতের সাথে সব্জি ভাজা ভাজা হলে মিক্স আচার কুচিয়ে দিয়ে দিন।খুব ভালো করে মিশিয়ে নিন। গ্যাসের আঁচ বন্ধ করে নিন। রান্না করা ভাত ঠান্ডা হতে দিন।

  4. 4

    ময়দা থেকে লেচি কেটে গোল কটরির মতো করে ভিতরে রান্না করা ঠান্ডা ভাত ভরে মুখটা বন্ধ করে নিন। ঠিক যে ভাবে কচুরির পুর ভরা হয়।

  5. 5

    হালকা হাতে শুকনো ময়দায় কোট করে বেলে নিন।

  6. 6

    গ্যাস আবারও অন করে একটা করে পরোটা ভেজে নিন। এই সময় কিন্তু গ্যাসের আঁচ কম করে রান্না করবেন।

  7. 7

    পরোটা গুলো ভাজা হলে ইচ্ছে মতো কেটে সস এর সাথে পরিবেশন করুন। বাচ্চার টিফিনে প্যাক করে দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

মন্তব্যগুলি

Similar Recipes