চটপটা লতি (chatpata lati recipe in Bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

চটপটা লতি (chatpata lati recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩o মিনিট
৪জন
  1. ২৫০ গ্ৰামলতি
  2. ১০০ গ্ৰামনারকোল কোরা
  3. ১কাপ (ছোটো কাপের)তেতুল ক্বাথ
  4. ১ টা বড় রসুন
  5. ২ টো বড়পেঁয়াজ
  6. ২ টো বড়োটমেটো
  7. ১২৫ গ্রামবেগুন,লতির অর্ধেক নিতে হবে
  8. ৫-৬টা কাঁচা লঙ্কা
  9. ১চা চামচমেথি আর সর্ষে
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  12. স্বাদ মতচিনি,নুন
  13. পরিমাণ মতধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩o মিনিট
  1. 1

    লতি টা কেটে পরিষ্কার করে নিয়ে কুকারে দিন, এর মধ্যে
    তেতুলের কাত আর অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন।এতে লতির কুটকুটে ভাব টা কেটে যাবে।আর লতি টা টক টক হয়ে যাবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে মেথি আর সর্ষে ফরন দিন, এবার রসুন আর কাঁচা লঙ্কা এর কুচি দিয়ে লাল করে ভাজুন।

  3. 3

    এবার পেঁয়াজ কুচি আর টুকরো করা বেগুন দিয়ে ভাজুন,নরম হলে টমেটো কুচি নারকোল কোরা নুন, হলুদ লঙ্কা গুঁড়ো চিনি(একটু বেশি ইচ্ছে হলে)দিয়ে কষিয়ে সেদ্ধ করা লতি টা দিয়ে দিন।

  4. 4

    আঁচ কমিয়ে তেল ছাড়া অবধি ভাজতে হবে।

  5. 5

    এরপর ইচ্ছে হলে ধনে পাতা কুচি আর নারকোল কোরা ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

Similar Recipes