জিলিপি(jalebi recipe in Bengali)

Hema Sinha
Hema Sinha @cook_35810253

জিলিপি(jalebi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
২ জন
  1. 100 গ্রামময়দা
  2. 1টেবিল চামচ টক দই
  3. 1 চা চামচবেকিং সোডা
  4. 1 চা চামচদুধে ভেজানো কেশর
  5. 1 কাপচিনি
  6. 1/2 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    ময়দা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর এতে টক দই দিয়ে আরেকবার ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর এতে বেকিং সোডা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট।

  4. 4

    এরপর একটি প্যানে চিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিতে হবে।

  5. 5

    জল ফুটতে শুরু করলে এবং একটু জমাট বেঁধে আসলে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর আর একটি প্যানে সাদা তেল গরম করতে হবে।

  7. 7

    এরপর জিলিপির ব্যাটারটি আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে।।

  8. 8

    এরপর একটি স্কুইজ বোতলে এই ব্যাটারটি ভরে নিতে হবে।।

  9. 9

    এরপর সাদা তেল গরম হলে একটি একটি করে জিলিপি তেলে ভেজে নিতে হবে।

  10. 10

    এর পরেই ভাজা জিলিপি গুলি চিনির রসে ছেড়ে দিতে হবে।

  11. 11

    5 মিনিট চিনির রসে ডুবে গেলে তুলে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Hema Sinha
Hema Sinha @cook_35810253

মন্তব্যগুলি

Similar Recipes