আলু পকোড়া (aloo pakoda recipe in Bengali)

Nibedita Mukhopadhyay
Nibedita Mukhopadhyay @cook_35677659

আলু পকোড়া (aloo pakoda recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4জন
  1. 4টি মাঝারি আলু
  2. পরিমাণ মততেল
  3. স্বাদ অনুযায়ী লবণ
  4. 1 চিমটিখাবার সোডা
  5. 1/4চা চামচকালো জিরা
  6. 1/2 কাপ (ছোট)বেসন
  7. 4টিকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    আলু ও কাঁচা লঙ্কা কি ছোট করে কুচিয়ে নিতে হবে ।বেসন লবণ একটু খাই সোডা কালো জিরা একসাথে মিশিয়ে ভালো করে ফাঁটিয়ে (মেখে) নিতে হবে।

  2. 2

    গরম কড়াইয়ে তেল দিয়ে তেলটা কে ও ভালো করে গরম করে নিতে হবে।

  3. 3

    গরম তেলের উপর ওই বেসন আলুর মিশ্রন টিকে মাঝারি বা ছোট ছোট করে ছেড়ে দিয়ে একদিকে ভাজা হয়ে গেলে উল্টো দিকে ভালো করে ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে ।এর পর গরম গরম পরিবেশন করুন ।খুব মুচমুচে স্বাদ ও খুব ভালো হয়।চাইলে একটু হালকা করে বিট লবণ ও ছড়িয়ে দিতে পারেন।চায়ের সাথে দারুন জমবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Mukhopadhyay
Nibedita Mukhopadhyay @cook_35677659

Similar Recipes